২৬ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। তাও আবার আট বছর পর। এই সিরিজের মধ্যে দুই দেশ খেলবে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে ও একটি টি২০। শুক্রবারই এই সিরিজের কথা ঘোষণা করা হল।
প্রথম টেস্ট শুরু হবে ২৬ জুলাই থেকে গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে। পরে দুটো টেস্ট হবে কলম্বো ও ক্যান্ডিতে অগস্টে। শ্রীলঙ্কা বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রথম একদিনের ম্যাচ ডাম্বুলায়। ২০ অগস্ট প্রথম ম্যাচের পর এ মাসেই আরও দুটো ওয়ান ডে খেলবে ক্যান্ডি ও কলম্বোতে। একমাত্র টি২০ ম্যাচটি হবে ৬ সেপ্টেম্বর কলম্বোতে।
আরও খবর: সেঞ্চুরি করে সচিনকে ছাপিয়ে গেলেন বিরাট
২০০৯এ শেষ সম্পূর্ণ সিরিজ খেলেছিল দুই দেশ। সে বারও তিনটি টেস্ট, পাঁচটি ওডিআই ও দু’টি টি২০ খেলেছিল ভারত-শ্রীলঙ্কা সে বার টেস্ট ও ওডিআই সিরিজ জিতে নিয়েছিল ভারত। টি২০ সিরিজ ১-১ ড্র হয়েছিল। ভারত শেষ শ্রীলঙ্কা গিয়েছিল ২০১৫তে। তখন ২-১এ টেস্ট সিরিজ জিতেছিল ভারত। শেষ ওয়ান ডে সিরিজ জিতেছিল ৪-১এ ২০১২তে। একই বছর ভারত টি২০ সিরিজও জিতেছিল।
টেস্ট সিরিজ ওয়ান ডে সিরিজ টি২০
২৬ জুলাই—গল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy