Advertisement
০৬ মে ২০২৪

জিম্বাবোয়েতে ধোনি, ওয়েস্ট ইন্ডিজে কোহালি

প্রত্যাশিত ভাবেই জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হল বিরাট কোহালি-সহ বেশ কয়েক জন ভারতীয় তারকাকে। তবে জুনে জিম্বাবোয়ে সফরে দল নিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। আর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দল নিয়ে যাচ্ছেন কোহালি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০৩:১০
Share: Save:

প্রত্যাশিত ভাবেই জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হল বিরাট কোহালি-সহ বেশ কয়েক জন ভারতীয় তারকাকে। তবে জুনে জিম্বাবোয়ে সফরে দল নিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। আর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দল নিয়ে যাচ্ছেন কোহালি। চার টেস্টের সফরে যেখানে তাঁর ডেপুটি অজিঙ্ক রাহানে। ওয়ান ডে টিমে বেশ কয়েক জন নতুন মুখের সঙ্গে রয়েছেন বিদর্ভের ওপেনার, ৩০ বছরের ফৈয়জ ফজল। যিনি নিজেই ডাক পেয়ে ভীষণ ভাবে অবাক হয়ে গিয়েছেন। ঘোষিত দলেই তিনিই এক মাত্র ক্রিকেটার যাঁর বর্তমানে আইপিএলে কোনও দলের সঙ্গে চুক্তি নেই। শেষ আইপিএল খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে ২০১১ মরসুমে। কোচ ছাড়াই মহেন্দ্র সিংহ ধোনিদের আগামী মাসে জিম্বাবোয়ে সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অস্থায়ী ভাবে সাপোর্ট স্টাফ দ্রুত ঠিক করে ফেলা হবে। জানালেন বোর্ডের নতুন সচিব অজয় শিরকে। রবি শাস্ত্রী ও তাঁর সহকারীদের চুক্তি শেষ হয়ে গিয়েছিল মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার পর থেকে ভারতীয় দলে কোচ এবং সাপোর্ট স্টাফ নেই।

জিম্বাবোয়ের দল (ওয়ান ডে-টি টোয়েন্টি)

মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), লোকেশ রাহুল, ফৈয়জ, মণীশ, করুণ, অম্বাতি রায়ডু, ঋষি ধবন, অক্ষর পটেল, জয়ন্ত যাদব, ধবল কুলকার্নি, জসপ্রীত বুমরাহ, বারিন্দর স্রান, মনদীপ সিংহ, কেদার যাদব, জয়দেব উনাদকাট, যজুবেন্দ্র চাহাল।

ওয়েস্ট ইন্ডিজের দল (টেস্ট)

বিরাট কোহালি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মুরলী বিজয়, শিখর ধবন, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাডেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, শার্দূল ঠাকুর, স্টুয়ার্ট বিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE