Advertisement
১৯ এপ্রিল ২০২৪
India vs Australia

বক্সিং ডে টেস্টে চোট সারিয়ে ফিরতে পারেন ওয়ার্নার

মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ওয়ার্নার ফিরলে অস্ট্রেলিয়া দলের ওপেনিং জুটি নিয়ে চিন্তা অনেকটাই দূর হবে।

অনুশীলনে ওয়ার্নার। ছবি: সোশ্যাল মিডিয়া

অনুশীলনে ওয়ার্নার। ছবি: সোশ্যাল মিডিয়া

সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১১:১৬
Share: Save:

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার দলে ফিরতে পারেন দ্বিতীয় টেস্টে। বক্সিং ডে টেস্ট (২৬ ডিসেম্বর) থেকে ভারত পাবে না বিরাট কোহালিকে। কিন্তু চোট সারিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরতে চলেছেন ওয়ার্নার।

দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান ওয়ার্নার। প্রথমবার চোটের জন্য টেস্ট খেলতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। ওয়ার্নার বলেন, “আশা করি আর টেস্ট ম্যাচের বাইরে থাকতে হবে না। প্রথমবার চোটের জন্য টেস্টের বাইরে আমি। তবে জানি যারা খেলছে তারা নিজেদের সেরাটাই দেবে।” দ্বিতীয় টেস্ট শুরু হতে আর ৯ দিন বাকি। রিহ্যাবে আরও বেশি সময় দেবেন বলে ঠিক করেছেন ওয়ার্নার। তিনি বলেন, “এখন ১৪ কিমি প্রতি ঘণ্টা দৌড়াতে পারছি। আগামী সপ্তাহের মধ্যে সেটা ঘণ্টায় ২৬ থেকে ৩০ কিমি করতে হবে।” উইকেটের মাঝে দৌড়ে যদি কোনও সমস্যা না হয়, তা হলে ওয়ার্নারের খেলতে কোনও বাধা থাকবে না।

মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ওয়ার্নার ফিরলে অস্ট্রেলিয়া দলের ওপেনিং জুটি নিয়ে চিন্তা অনেকটাই দূর হবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রথম টেস্টে জো বার্নসের সঙ্গে ম্যাথু ওয়েডকে ওপেনার হিসেবে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অজি অধিনায়ক টিম পেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গোলাপি বলের টেস্টের পর দেশে ফিরে আসবেন বিরাট। তৃতীয় টেস্ট থেকে দলে আসতে পারেন রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টে ভারতকে খেলতে হবে বিরাট এবং রোহিতহীন অবস্থায়। সেই ম্যাচে ওয়ার্নার ফিরে আসা মানে অস্ট্রেলিয়া দল অনেক বেশি শক্তিশালী হয়ে মাঠে নামবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India vs Australia David Warner
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE