অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতার উৎসব জমে গেল জন্মদিনের উৎসবের আনন্দ। সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর জন্মদিনের কেক কাটা হল ভারতীয় শিবিরে।
রবিবার ছিল শ্রেয়স আইয়ার ও যশপ্রীত বুমরার জন্মদিন। শনিবার ছিল শিখর ধওয়নের জন্মদিন। তাই তিনজনে একসঙ্গে কেক কাটেন। সেই কেক কাটার ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যাচ্ছে, পরস্পরকে কেক খাইয়ে দিচ্ছেন ধওয়ানরা।
তবে খটকা একটি জায়গাতেই। রবিবার জন্মদিন ছিল রবীন্দ্র জাডেজারও। কিন্তু এই কেক কাটার অনুষ্ঠানে দেখা গেল না তাঁকে। শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মিচেল স্টার্কের বলে মাথায় চোট পাওয়ার পর জাডেজার কনকাশন হয়। সেই ম্যাচে আর খেলতে পারেননি। গোটা সিরিজ থেকেই তিনি ছিটকে গেছেন। রবিবার সকালে তাঁর একপ্রস্থ স্ক্যান হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফলে জাডেজার শারীরিক অবস্থা কেমন, সেটাও পরিষ্কার করে বোঝা যাচ্ছে না।
আরও পড়ুন: ওয়ানডের বদলা টি-টোয়েন্টিতে, ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ কোহালিদের
এদিকে, ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন। সচিন লিখেছেন, ‘প্রথম ম্যাচে ১৬১ রানের পুঁজি নিয়ে জেতা ও দ্বিতীয় ম্যাচে ১৯৫ রানের লক্ষ্য তাড়া করে জেতা বোঝাচ্ছে কী দারুণ পারফরম্যান্স হয়েছে। ওয়েল ডান’! বিগ বি-র টুইট, ‘‘ভারত টি-টোয়েন্টি জিতল। আমাদের বেশ কয়েকজন ভাল প্লেয়ারকে ছাড়াই জয়। অভিনন্দন। বিরাট, শ্রেয়স, হার্দিক, গোটা দল। শেষ ওভার আর শেষ ছক্কাটা অনবদ্য।’’
Let the celebrations begin!
— BCCI (@BCCI) December 6, 2020
December 5️⃣ - @SDhawan25 🎂
December 6️⃣ - @ShreyasIyer15 & @Jaspritbumrah93 🎂 and series win 🏆 with a match to spare!
What a day for #TeamIndia in Australia 🎉🥳 pic.twitter.com/EoNQApMT16