মহেন্দ্র সিংহ ধোনির মঞ্চে আলো কাড়লেন বিরাট কোহালি। আগের দিন নাগপুরে ৪০ নম্বর ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। শুক্রবার ৯৫ বলে ১২৩ রানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক। তিনি যখন প্যাভিলিয়নে ফেরেন, তখন জেতার জন্য ৭৫ বলে ৯৫ রান দরকার ভারতের। কোহালি ফিরতেই ভারতের স্বপ্ন শেষ। ৪৮.২ ওভারে ভারত শেষ ২৮১ রানে। ভারত অধিনায়ক ছাড়া আর কোনও ব্যাটসম্যান সে ভাবে জ্বলে উঠতে পারলেন না।
কোহালির আগে অবশ্য অজি ব্যাটসম্যানরা বিস্ফোরণ ঘটান। উসমান খোয়াজার সেঞ্চুরি। অ্যারন ফিঞ্চের ছন্দে ফেরা। চুম্বকে, রাঁচীতে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় রানে পৌঁছে দিলেন দুই ওপেনারই। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে ভারতকে করতে হবে ৩১৪ রান, এই অবস্থায় ব্যাট করতে নেমে শিখর ধওয়ন (১) ও রোহিত শর্মা (১৪) ব্যর্থ। রায়ুডু করেন মাত্র ২। কেদার যাদব (২৬), বিজয় শঙ্কর (৩২), রবীন্দ্র জাডেজাও (২৪) বড় রান না পাওয়ায় ৩২ রানে ম্যাচ জেতে অজিরা। সিরিজের ফলাফল এখন ২-১।
এ দিন টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই ১৯৩ রান তোলে অস্ট্রেলিয়া। ৩১.৫ ওভারে পড়ে প্রথম উইকেট। দীর্ঘদিন পরে মেজাজে ব্যাট করতে দেখা গেল ফিঞ্চকে। ৯৯ বলে তিনি করলেন ৯৩। যাতে ছিল দশটি চার ও তিনটি ছয়। এই ইনিংস চাপ কমাবে অস্ট্রেলিয়ার অধিনায়কের উপর। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন তিনি। ফিঞ্চ অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি।