Advertisement
২৫ এপ্রিল ২০২৪
India Vs Australia

জাডেজা এখনও আচ্ছন্ন আছে: কোহালি

অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ খোঁচা দিয়েছেন জাডেজার জায়গায় কনকাশন সাব হিসেবে যুজবেন্দ্র চহালের খেলা নিয়ে।

হেলমেটে লেগে বসে পড়েছেন জাডেজা। ছবি টুইটার থেকে নেওয়া।

হেলমেটে লেগে বসে পড়েছেন জাডেজা। ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ২০:২৭
Share: Save:

জোর বিতর্ক শুরু হয়েছে কনকাশন সাব হিসেবে যুজবেন্দ্র চহালের খেলা নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে রবীন্দ্র জাডেজার বদলে নামেন চহাল। ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। চহালের খেলা নিয়ে বিরাট কোহালি স্বাভাবিকভাবেই কিছু না বললেও অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ খোঁচা দিয়েছেন। দুই প্রাক্তন ক্রিকেটার অস্ট্রেলিয়ার টম মুডি এবং ইংল্যান্ডের মাইকেল ভন কড়া সমালোচনা করেছেন।

ম্যাচের পর কোহালি বলেন, ‘‘মাথায় বল লেগেছিল জাড্ডুর (জাডেজা)। একটু আচ্ছন্ন ছিল। এখনও আছে। কনকাশন রিপ্লেসমেন্ট বিষয়টা একটু গোলমেলে। আজ এটা আমাদের পক্ষে গিয়েছে। কাল না-ও যেতে পারে। তবে ও দুর্দান্ত বল করেছে। উইকেট থেকে অনেকটাই সাহায্য পেয়েছে।’’ ফি়ঞ্চ বিষয়টি নিয়ে বলেন, ‘‘ওদের ডাক্তার পরীক্ষা করে জানিয়েছে, জাডেজা আর মাঠে নামতে পারবে না। আর যাই হোক, মেডিক্যাল রিপোর্ট নিয়ে তো আর চ্যালেঞ্জ করা যায় না।’’

খেলতে পেরে চহাল নিজে বিস্ময়ে হতবাক। বলেন, ‘‘দারুণ লাগছে। আমরা যখন ব্যাট করছিলাম, তখন কোনও চাপই ছিল না। তারপর হঠাৎ জানতে পারলাম আমাকে খেলতে হবে। তখন ১০-১৫ মিনিট বাকি ছিল।’’ একদিনের সিরিজে ভাল বল করতে পারেননি। সেই ভুল থেকে শিখেছেন জানিয়ে চহাল বলেন, ‘‘আগের সিরিজটা আমার কাছে বিরাট শিক্ষা। সেই শিক্ষা নিয়েই এই ম্যাচে বল করেছি।’’

আরও পড়ুন: কোভিড পজিটিভ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার, ভেস্তে গেল ম্যাচ​

আরও পড়ুন: কোহালি দেশে ফিরলে শুভমনকে খেলানো হোক, বলছেন আজহার

দুই প্রাক্তন ক্রিকেটার মুডি এবং ভন প্রশ্ন তুলেছেন, জাডেজার মাথায় বল লাগার পর কেন মাঠে ডাক্তার বা ফিজিয়ো এলেন না? মুডি টুইট করেন, ‘‘জাডেজার বদলে চহালের নামা নিয়ে আমার কোনও প্রশ্ন নেই। কিন্তু ডাক্তার বা ফিজিয়োর মাঠে না আসা নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। জাডেজার হেলমেটে বল লাগার পরেই তো ওঁদের আসা উচিত ছিল। এটাই তো প্রটোকল।’’ ভনের বক্তব্য, ‘‘জাডেজাকে দেখে মনে হল ওর পায়ে কিছু একটা হয়েছে। কোনও ডাক্তার মাঠে এলেন না। কিন্তু ভারত কনকাসন সাব নিয়ে নিল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Vs Australia Ravindra Jadeja Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE