প্রথম গোলাপি বলের টেস্ট খেলতে নেমেই শতরান স্মৃতি মন্ধানার। ছেলেদের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে প্রথম গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন বিরাট কোহলী। মেয়েদের ক্রিকেটে সেই কীর্তি গড়লেন স্মৃতি।
ভারতীয় দলের হয়ে ওপেন করতে নেমেছিলেন স্মৃতি। ২১৬ বলে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি। একটি ছয় এবং ২২টি চার মেরেছিলেন ভারতীয় ওপেনার। টেস্ট ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান। অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে স্মৃতির দাপট ভারতকে বড় রানের দিকে এগিয়ে দেয়।
প্রথম দিন বৃষ্টির জন্য পুরো ওভার খেলা হয়নি। বৃহস্পতিবার বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল স্মৃতিকে। দিনের শেষে তিনি জানান, স্মৃতির ব্যাগে শেষ তিন মাস ধরে একটি গোলাপি বল রয়েছে। সেটা দিয়েই অনুশীলন করেছেন তিনি।
💯 for @mandhana_smriti! 👏 👏
— BCCI Women (@BCCIWomen) October 1, 2021
Maiden Test ton for the #TeamIndia left-hander. 👍 👍
What a fantastic knock this has been! 🙌 🙌 #AUSvIND
Follow the match 👉 https://t.co/seh1NVa8gu pic.twitter.com/2SSnLRg789
স্মৃতি বড় রান পেলেও শেফালি বর্মা আউট হয়ে যান ৩১ রানে। মিতালি রাজও ফিরে যান ৩০ রানে। ১০০ ওভার শেষে ভারতীয় দলের স্কোর ৫ উইকেট হারিয়ে ২৭৫ রান।