India vs England 2021: Few Test matches which ended up in 2 days dgtl
খেলা
বিরল নয়, ইংল্যান্ড থেকে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ... দু’দিনে টেস্ট হেরেছে বহু দেশ
নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২৬
Advertisement
১ / ১২
টেস্ট ক্রিকেটে ৩ দিন বা আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার নিদর্শন ভুরিভুরি। তবে ২ দিনও খেলা গড়ায়নি এমন ঘটনা বিরল নয় বলাই যায়। ২১ শতকে এখনও অবধি ৭ বার এমন ঘটনা ঘটল। যার মধ্যে ভারতীয় দলের নাম জড়িয়েছে দুটো ম্যাচে।
২ / ১২
১৮৮২ সালে প্রথম কোনও টেস্ট ম্যাচ ২ দিনে শেষ হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সেই ম্যাচ হয়েছিল ওভালে। ঘরের মাঠে লজ্জাজনক ভাবে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।
Advertisement
Advertisement
৩ / ১২
১৯ শতকে ৯ বার এমন ঘটনা ঘটে। ২ দিনের মধ্যেই টেস্ট শেষ হয়ে যাওয়ার মতো আশ্চর্য ঘটনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও অবধি ২২ বার ঘটেছে।
৪ / ১২
বিংশ শতকে এমন ঘটনা ঘটেছিল ৬ বার। শেষ বার ঘটেছিল ১৯৪৬ সালে নিউজিল্যান্ডের মাটিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে বার ২ দিনেই হেরে গিয়েছিল কিউইরা।
Advertisement
৫ / ১২
৫৪ বছর পর ২০০০ সালে ফের ২ দিনে শেষ হয়ে যায় টেস্ট। ওয়েস্ট ইন্ডিজকে ইংল্যান্ডের কাছে হারতে হয় সেই ম্যাচ। ইংল্যান্ড নিজেদের মাটিতে দুরমুশ করেছিল ক্যারিবিয়ানদের।
৬ / ১২
২০০২ সালে লজ্জায় মুখ ঢেকে ছিল পাকিস্তানের। অস্ট্রেলিয়ার মাটিতে ২ দিনে হেরে গিয়েছিল তারা। তবে সব চেয়ে বেশি বার যে দেশ ২ দিনে টেস্ট হেরেছে তা হল জিম্বাবোয়ে।
৭ / ১২
কখনও নিজেদের মাঠে, কখনও বিদেশের মাটিতে ২ দিনেই টেস্ট হারতে হয়েছে তাদের। ২০০৫ সালে ২ বার ২ দিনে টেস্ট হেরে যায় জিম্বাবোয়ে।
৮ / ১২
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাঠেই প্রথম বার ২ দিনে টেস্ট হারে জিম্বাবোয়ে। সেই বছরেই নিজেদের মাটিতে একই ভাবে টেস্ট হারতে হয় তাদের।
৯ / ১২
সে বার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। একই বছরে দুটো আলাদা দলের বিরুদ্ধে জিম্বাবোয়েকে এমন লজ্জার মুখে পড়তে হয়েছিল।
১০ / ১২
১২ বছর পর ফের ২ দিনে টেস্ট হারে জিম্বাবোয়ে। এ বারেও প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা। ২০১৭ সালের সেই ম্যাচ হয়েছিল আফ্রিকায়।
১১ / ১২
২০১৮ সালে প্রথম টেস্ট খেলার সুযোগ পায় আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে ২ দিনেই হেরে গিয়েছিলেন আফগানরা। বিরাট কোহালি সেই ম্যাচে খেলেননি।
১২ / ১২
২০২১ সালে ইংল্যান্ড টেস্ট হারল ২ দিনে। ম্যাচ জিতে বিরাট বলেন, “এত তাড়াতাড়ি সব কিছু ঘটতে কখনও দেখিনি।” ভারত দ্বিতীয় বার ২ দিনে টেস্ট জিতলেও বিরাটের এমন অভিজ্ঞতা প্রথম বার।