ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পরেই ফের সমালোচনার মুখে এসজি বল। বিরাট কোহালি-সহ একাধিক ক্রিকেটার এই বলের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন।
মঙ্গলবার ম্যাচের পর কোহালি বলেছেন, “পিচ পাটা এবং ধীরগতির ছিল। সেখানে বলের যে অবস্থা দাঁড়িয়েছিল সেটা দেখে আমরা খুশি হইনি। এর আগেও এ জিনিস হয়েছে। ৬০ ওভারের মধ্যে যদি বলের সেলাই পুরোপুরি উঠে যায়, সেটা একটা টেস্ট দলের পক্ষে মোটেও কাজের কথা নয়। এর জন্য আমরা প্রস্তুতও ছিলাম না।”
কোহালিই শুধু নয়, এসজি বল নিয়ে উষ্মা প্রকাশ করেছেন রবিচন্দ্রন অশ্বিনও। বলেছেন, “এ ভাবে বলের সেলাই ছিঁড়ে যেতে আগে কোনওদিন দেখিনি। এতেই বোঝা যাচ্ছে প্রথম দু’দিন পিচ কতটা শক্ত ছিল। দ্বিতীয় ইনিংসে ৩৫-৪০ ওভারের মাথায় বলের সেলাই উঠে আসছিল। গত কয়েক বছরে এ রকম এসজি বল দেখিনি।”