Advertisement
২৫ এপ্রিল ২০২৪
India vs England 2021

‘ভয়ডরহীন’ ঈশান কিষাণের প্রতিভায় মুগ্ধ যুবরাজ সিংহ, কৃতিত্ব দিলেন আইপিএলকে

দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সফল ঈশান কিষাণ।

মারমুখী ঈশান।

মারমুখী ঈশান। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৬:০৫
Share: Save:

দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সফল ঈশান কিষাণ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বাঁ হাতি ব্যাটসম্যানের প্রতিভায় মুগ্ধ যুবরাজ সিংহ। তাঁর উঠে আসার পিছনে কৃতিত্ব দিলেন আইপিএলকে।

নেটমাধ্যমে যুবরাজ লিখেছেন, “স্বপ্নের অভিষেক হল ঈশান কিষাণের। ম্যাচে ওকে দেখে ভয়ডরহীন লাগল। এত কম বয়সে আইপিএলে খেলার এটাই একটা সুবিধা। পরিস্থিতির সঙ্গে আগে থেকেই পরিচিত হয়ে যাওয়া যায়। এরপর মাঠে গিয়ে শুধু নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটে।”

গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ ছন্দে ছিলেন ঈশান। ১৪টি ম্যাচে ৫১৬ রান করেছিলেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রাক্তন অধিনায়কের গড় ছিল ১৪৫-এর উপরে। মুম্বইয়ের হয়ে একাধিক ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দেশের হয়েও একই ছন্দে দেখা গিয়েছে তাঁকে। বেন স্টোকস, আদিল রশিদের মতো প্রতিষ্ঠিত বোলারদের বিরুদ্ধে রীতিমতো শাসন করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE