মানসিক অবসাদ ও আঙুলের চোটের জন্য ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে চলেছেন বেন স্টোকস। শুক্রবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। আর এই অবসাদের জন্য ভারতের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও খেলবেন না এই অলরাউন্ডার।
তবে মানসিক সমস্যার জন্য খেলোয়াড়দের বিরতি নেওয়া নতুন ঘটনা নয়। চলতি টোকিয়ো অলিম্পিক্সে মানসিক অবসাদে সরে দাঁড়িয়েছেন জিমন্যাসট সিমোনে বাইলস। এর আগে গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ এই একই সমস্যার জন্য সাময়িক বিরতি নিয়েছিলেন।
স্টোকসের সরে দাঁড়ানোর ব্যাপারে ইসিবি-র পরচালক অ্যাশলে জাইলস বলেছেন, “প্রত্যেক মানুষের জীবনে এমন কঠিন সময় আসে। সবাই মানসিক সমস্যায় ভোগে। বেন স্টোকসও ব্যাতিক্রম নয়। তবে ওর কঠিন সময়ে আমরা সবাই স্টোকসের পাশে আছি। ও খুব লড়াকু মনের ক্রিকেটার। তাই আমাদের আশা ও খুব দ্রুত মাঠে ফিরে আসবে।”