চলতি ট্রেন্ট ব্রিজ টেস্টেও দারুণ ছন্দে রয়েছেন জেমস অ্যান্ডারসন। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে চলে এলেন ইংল্যান্ডের এই জোরে বোলার। বিরাট কোহলীকে প্রথম ইনিংসে প্রথম বলেই ফিরিয়ে দিয়ে অনিল কুম্বলেকে আগেই ধরে ফেলেছিলেন। এ বার কেএল রাহুল ও শার্দূল ঠাকুরকে আউট করে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে চলে এলেন।
এই ৩৯ বছর বয়সেও তাঁর লাইন-লেংথ ও সুইং একই রকম ধারালো আছে। প্রথম ইনিংসে ৫৪ রানে ৪ উইকেট নিয়ে সেটা বুঝিয়ে দিলেন অ্যান্ডারসন।