Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১ ই-পেপার

নতুন আপডেট আছে । রিফ্রেশ করুন
লাইভ

India vs England 2021: ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে লর্ডস টেস্ট জিতে নিল বিরাট কোহলীর ভারত


নিজস্ব প্রতিবেদন কলকাতা
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২৩:১৩
সমস্ত সময় ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী
শেয়ার করুন

মূল বিষয়গুলি

 • ২৩:১১

  ১৫১ রানে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় টেস্ট জিতে নিল বিরাট কোহলীর ভারত

 • ২৩:০৪

  বাটলার আউট, নয় উইকেট হারাল ইংল্যান্ড

 • ২২:৫৯

  বুম বুম বুম বুমরা স্বস্তি দিলেন

 • ২২:৫০

  রবিনসনকে নিয়ে লড়ছেন বাটলার

 • ২২:৪৬

  ৬৬ বলের খেলা বাকি

 • ২২:৩৭

  ১৩ ওভারের খেলা বাকি

 • ২১:৫৪

  লর্ডসে প্রথম বার ‘গোল্ডেন ডাক’ করে আউট স্যাম কারেন

 • ২১:৫৩

  মইন আলি আউট, ছয় উইকেট হারাল ইংল্যান্ড

 • ২১:৪৩

  ২৪ ওভারের খেলা বাকি, ভারতের দরকার ৫ উইকেট

 • ২১:১৯

  আর ২৮ ওভারের খেলা বাকি, ভারতের দরকার আরও ৫ উইকেট

শেষ দিকে ইংল্যান্ডকে ধাক্কা দেওয়ার পর বুমরাকে অভিনিন্দন জানাচ্ছেন কোহলী।

শেষ দিকে ইংল্যান্ডকে ধাক্কা দেওয়ার পর বুমরাকে অভিনিন্দন জানাচ্ছেন কোহলী।
ছবি - টুইটার

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২৩:১১

১৫১ রানে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় টেস্ট জিতে নিল বিরাট কোহলীর ভারত

সিরাজের বলে জেমস অ্যান্ডারসনের উইকেট ছিটকে যেতেই উল্লাসে মেতে পড়ল ভারত। ১২০ রানে শেষ জো রুটের দল। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২৩:০৪

বাটলার আউট, নয় উইকেট হারাল ইংল্যান্ড

বাটলারকে আউট করে সাহেবদের টেস্ট ড্র করার স্বপ্ন গুঁড়িয়ে দিলেন মহম্মদ সিরাজ। ১২০ রানে ৯ উইকেট হারাল রুটের দল। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২২:৫৯

বুম বুম বুম বুমরা স্বস্তি দিলেন

স্লোয়ার বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরে গেলেন অলি রবিনসন। ১২০ রানে ৮ উইকেট হারাল রুটের দল। 

Advertisement
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২২:৫০

রবিনসনকে নিয়ে লড়ছেন বাটলার

১০ ওভারের খেলা বাকি। শেষ তিন উইকেটের খোঁজে টিম ইন্ডিয়া। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২২:৪৬

৬৬ বলের খেলা বাকি

শেষ তিন উইকেট পেতে কষ্ট করতে হচ্ছে ভারতকে। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২২:৩৭

১৩ ওভারের খেলা বাকি

ক্রিজে লড়ে যাচ্ছেন জস বাটলার। সঙ্গে রয়েছেন অলি রবিনসন। তিন উইকেটের জন্য মরিয়া হয়ে আছে ভারত। 

Advertisement
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২১:৫৪

লর্ডসে প্রথম বার ‘গোল্ডেন ডাক’ করে আউট স্যাম কারেন

সিরাজের পরের বলেই আউট স্যাম কারেন। ৯০ রানে ৭ উইকেট হারাল ইংল্যান্ড। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২১:৫৩

মইন আলি আউট, ছয় উইকেট হারাল ইংল্যান্ড

ফের দাপট দেখালেন মহম্মদ সিরাজ। ৯০ রানে ৬ উইকেট হারাল সাহেবরা। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২১:৪৩

২৪ ওভারের খেলা বাকি, ভারতের দরকার ৫ উইকেট

জো রুট চলে যাওয়ার পর ক্রিজে পড়ে আছেন জস বাটলার ও মইন আলি। বাকি ৫ উইকেটের খোঁজে মরিয়া লড়াই চালাচ্ছে বিরাট কোহলীর বোলাররা। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২১:১৯

আর ২৮ ওভারের খেলা বাকি, ভারতের দরকার আরও ৫ উইকেট

৮০ ওভারের শেষে ইংল্যান্ড মাত্র ৮০ রানে ৫ উইকেট তুলেছে। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২০:৪১

জো রুট আউট, ৫ উইকেট হারাল ইংল্যান্ড

চা পানের বিরতির পর মাঠে নেমেই কাজের কাজ করে ফেললেন যশপ্রীত বুমরা। তাঁর বাইরে যাওয়া বলে খোঁচা দিলেন রুট। প্রথম স্লিপে দাঁড়িয়ে ক্যাচ নিলেন বিরাট কোহলী। ৬৭ রানে ৫ উইকেট হারাল ইংরেজরা। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২০:২১

চা পানের বিরতিতে যাওয়ার আগে ফের ধাক্কা খেল ইংল্যান্ড

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ভারতের দাপট বজায় রয়েছে। চা পানের বিরতিতে যাওয়ার আগে শেষ বলে ইশান্তের বলে লেগ বিফোর হলেন জনি বেয়ারস্টো। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে সাহেবরা। ইশান্ত ৬ রানে ২ উইকেট নিলেন। শামি ও বুমরা নিয়েছেন ১টি করে উইকেট। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৯:৪২

ইংল্যান্ড ৪৪ রানে ৩, ভারতের দরকার ৭ উইকেট

এ বার বাইশ গজে জ্বলে উঠলেন ইশান্ত শর্মা। হাসিব হামিদকে লেগ বিফোরে আউট করলেন এই জোরে বোলার। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৯:১৮

ভারতের দরকার ৮ উইকেট

১০ ওভারে ২ উইকেটে ৩২ রান তুলেছে ইংল্যান্ড। জো রুট ও হাসিব হামিদ ক্রিজে আছেন। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৯:০১

ক্যাচ ফস্কালেন রোহিত

৫.১ ওভারে শামির বাইরে যাওয়া বলে হাসিব হামিদ খোঁচা দিলেও ক্যাচ ফেলে দিলেন দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিত।  

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৮:৪৮

দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড

যশপ্রীত বুমরার পর এ বার মহম্মদ শামি। দ্বিতীয় ওভারে ফিরলেন ডম সিবলি। ১ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড। আর ৮ উইকেটের খোঁজে বিরাট কোহলীর ভারত। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৮:৩৮

শুরুতেই ধাক্কা, রোরি বার্নস ফিরলেন

ইনিংসের তৃতীয় বলে রোরি বার্নস সিরাজের হাতে ক্যাচ ধরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন যশপ্রীত বুমরা। ১ রানে ১ উইকেট হারাল জো রুটের দল। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৮:৩২

মাঠে নেমে পড়ল দুই দল

নতুন বলে সাহেবদের শুরুতেই ধাক্কা দিতে তৈরি যশপ্রীত বুমরা। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৮:২৯

ভারত ৮ উইকেটে ২৯৮ রান (ডিক্লেয়ার), ইংল্যান্ডের লক্ষ্য ২৭১ রান

নবম উইকেটে মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা ৮৯ রান যোগ করে লর্ডস টেস্ট জয়ের আশা দেখাচ্ছেন। শামি ৭০ বলে ৫৬ রানে অপরাজিত। সঙ্গে রয়েছে ৬টি চার ও ১টি ছয়। বুমরা ৬৪ বলে ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। মারলেন ৩টি চার। জো রুটের দলকে জিততে হলে ২৭১ রান করতে হবে। 

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৭:৪৩

দুই উইকেট হারালেও প্রথম সেশন ভারতের

২০৯ রানে ৮ উইকেট চলে গেলেও বাকিটা সময় শুধুই ভারতের। মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা পাল্টা লড়াই চালিয়ে নবম উইকেটে এখনও পর্যন্ত ১১০ বলে ৭৭ রান যোগ করলেন। এর মধ্যে শামি ৫২ রানে অপরাজিত রয়েছেন। বুমরা ৩০ রানে ক্রিজে রয়েছেন। ২৫৯ রানের লিড পেয়ে গেল ভারত। 

Advertisement