ক্রিকেটের মেক্কায় টেস্ট জয় বিরাট কোহলীর। —ফাইল চিত্র
ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে লর্ডসে টেস্ট জয়। কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনির পর ক্রিকেটের মেক্কায় টেস্ট জয় বিরাট কোহলীর। শুভেচ্ছা জানাল লর্ডসও।
সিরিজের দ্বিতীয় টেস্টে লর্ডসে ইংল্যান্ডকে ১৫১ হারিয়ে দেয় ভারত। সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার সঙ্গে কপিল এবং ধোনির পর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে লর্ডসে টেস্ট জয় কোহলীর। সেই কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়ে লর্ডসের টুইটারে লেখা হয়, ‘কিংবদন্তিদের সঙ্গে। ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে লর্ডসে টেস্ট জিতলেন বিরাট কোহলী।’ সেই সঙ্গে পোস্ট করা হয় কপিল, ধোনি এবং বিরাটের ছবি।
— Lord's Cricket Ground (@HomeOfCricket) August 17, 2021
Amongst the legends.
Virat Kohli became just the third @BCCI captain to win a Test at Lord's 👏#LoveLords pic.twitter.com/pazFDBp0Ht
লর্ডসের পর ভারতের পরের টেস্ট লিডসে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে তৃতীয় টেস্ট খেলতে নামবেন কোহলীরা। ২৫ অগস্ট থেকে শুরু সেই টেস্ট। অস্ট্রেলিয়ার পর একই বছরে ইংল্যান্ডের মাটিতেও টেস্ট সিরিজ জয়ের সুযোগ ভারতের সামনে।