ইংল্যান্ডে খেলতে এলেই জ্বলে ওঠেন মহম্মদ শামি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও। ইংল্যান্ডের বিরুদ্ধে সে দেশে গিয়ে দু’বার অর্ধশতরান করে ফেললেন বাংলার জোরে বোলার।
২০১৪ সালে নটিংহ্যামের পর এবার লর্ডস। আগের বার ৮১ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি। এবার জিমি অ্যান্ডারসন, মার্ক উড, মইন আলিদের বিরুদ্ধে মাত্র ৬৭ বলে অর্ধশতরান করে ফেললেন শামি। সাত বছর আগে ১১ নম্বরে নেমেছিলেন শামি। এই ইনিংসে নামেন নয় নম্বরে।
নটিংহ্যামে ভারতের রানকে ৪৫৭-তে পৌঁছে দিয়েছিলেন শামি। বল হাতেও দুটি উইকেট নিয়েছিলেন। তাঁর অপরাজিত ৫১ রানের ইনিংসে ছিল ছয়টি চার, একটি ছয়। সোমবারের ইনিংসেও রয়েছে ছয়টি চার, একটি ছয়।