শুধু কেন উইলিয়ামসনের দলই নয়। বুধবার থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে থাকছে ইতিহাস। যা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে রোহিত শর্মার দলকে।
কুড়ি ওভারের ফরম্যাটে কিউইদের দেশে ভারতের পরিসংখ্যান রীতিমতো খারাপ। এর আগে একবারই নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। ২০০৯ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে সেই সিরিজে দুটো ম্যাচেই হারতে হয়েছিল। অর্থাৎ, কিউইদের দেশে এখনও কোনও টি-টোয়েন্টি জেতেনি ভারত। বুধবার তাই নিউজিল্যান্ডে এই ফরম্যাটে প্রথম জয়ের খোঁজে রয়েছেন রোহিতরা।
২৫ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৬২ তুলেছিল ভারত। সর্বাধিক ৬১ করেছিলেন তিন নম্বরে নামা সুরেশ রায়না। জবাবে সাত বল বাকি থাকতে জিতে যায় নিউজিল্যান্ড (১৬৬/৩)। ৪৯ বলে ৫৬ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন ব্রেন্ডন ম্যাকালাম। ২৭ ফেব্রুয়ারি ওয়েলিংটনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বলে নাটকীয় ভাবে নিউজিল্যান্ডকে জেতান ম্যাকালাম। প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ভারত তুলেছিল ১৪৯। ৩৪ বলে যুবরাজ সিংহের ৫০ রান সর্বাধিক। জবাবে পাঁচ উইকেটে জেতে নিউজিল্যান্ড (১৫০/৫)। ৫৫ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন ম্যাকালাম। তিনিই ম্যাচের সেরা হন।
আরও পড়ুন: অধিনায়ক কোহালি আরও উন্নতি করবে, মনে করছেন শাস্ত্রী
আরও পড়ুন: ঋষভ হল দলের অ্যাসেট, প্রথম টি-টোয়েন্টির আগে বললেন শিখর
Let the T20Is begin 💪💪#TeamIndia all set to take on the Kiwis for the 1st T20I tomorrow at Westpac Stadium #NZvIND pic.twitter.com/iHzeIL7390
— BCCI (@BCCI) February 5, 2019
বুধবারও ওয়েলিংটনে খেলবে ভারত। নিউজিল্যান্ডের মাটিতে কুড়ি ওভারের ফরম্যাটে প্রথমবার জয়ের সুযোগ রয়েছে সামনে। পাশাপাশি, নিজেদের চেনানোর সুযোগ রয়েছে ক্রিকেটারদের সামনেও। শুভমন গিল, ঋষভ পন্থরা কি পারবেন তিন ম্যাচের সিরিজে জ্বলে উঠতে? বিরাট কোহালি, অম্বাতি রায়ডু, লোকেশ রাহুলরা না থাকায় ভারতীয় ব্যাটিংয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে। অবশ্য মহেন্দ্র সিংহ ধোনি রয়েছেন নির্ভরতার প্রতীক হিসেবে। বোলিং বিভাগে বাঁ-হাতি পেসার খলিল আহমেদ, অলরাউন্ডার ক্রুনাল পান্ড্যর কাছেও এই সিরিজ নিজেদের প্রমাণের মঞ্চ হয়ে উঠছে।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)