Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Martin Guptill

টি-২০ সিরিজে নেই গাপ্টিল, নিউজিল্যান্ড দলে এলেন নিশাম

গাপ্টিলের পরিবর্ত হিসেবে আসা নিশাম ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছেন। ওয়েলিংটনে রবিবার তিনি একটি উইকেট ননে। এবং ব্যাটে করেন ৪৪। যা একসময় ভারতীয় শিবিরে টেনশন বাড়িয়েছিল।

গাপ্টিলের পরিবর্তে টি২০ সিরিজে খেলতে দেখা যাবে নিশামকে।

গাপ্টিলের পরিবর্তে টি২০ সিরিজে খেলতে দেখা যাবে নিশামকে।

নিজস্ব প্রতিবেদন
ওয়েলিংটন শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৭
Share: Save:

রবিবার ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে কোমরে সমস্যার জন্য খেলতে পারেননি। এ বার তিন ম্যাচের একদিনের সিরিজ থেকেও ছিটকে গেলেন মার্টিন গাপ্টিল। তাঁর পরিবর্তে স্কোয়াডে এসেছেন অলরাউন্ডার জেমস নিশাম

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, “দুর্ভাগ্যের হল, টি-২০ সিরিজের জন্য সময়মতো সুস্থ হয়ে উঠতে পারেনি মার্টিন। পাঁচ দিনে তিন ম্যাচ খেলতে হবে এই সিরিজে। যা খুব ঘন ঘন। সাদা বলের ক্রিকেটে ও আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। তবে আমাদের বৃহত্তর ছবির দিকে তাকাতে হবে। চোট যেন দ্রুত সারিয়ে উঠতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। নিশাম ওয়ানডে সিরিজে ভাল পারফরম্যান্সের করেছে। তাই ওঁকে টি-২০ সিরিজে পাওয়া দারুণ ব্যাপার। খুব আকর্ষণীয় সিরিজ হতে চলেছে।”

গাপ্টিলের পরিবর্ত হিসেবে আসা নিশাম ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছেন। হ্যামিলটনে চতুর্থ একদিনের ম্যাচে তিনি ওভারের পঞ্চম বলে একটি উইকেট নেন। সেটাই ছিল ভারতের শেষ উইকেট। ব্যাটিংয়ের সুযোগ আসেনি। ওয়েলিংটনে রবিবারও তিনি একটি উইকেট ননে। এবং ব্যাটে করেন ৪৪। যা একসময় ভারতীয় শিবিরে টেনশন বাড়িয়েছিল। শেষ পর্যন্ত উইকেটকিপার মহেন্দ্র সিংহ ধোনির বুদ্ধিমত্তায় তিনি রান আউট হন।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিশ্বরেকর্ড স্পর্শ করার হাতছানি ভারতের সামনে​

আরও পড়ুন: ধোনির অসামান্য তৎপরতায় রান আউট নিশাম, উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE