টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটে ২১৫ ছয় মারার রেকর্ড ছিল মহেন্দ্র সিংহ ধোনির। সোমবার মাউন্ট মাউনগানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে তা স্পর্শ করলেন রোহিত শর্মা।
এখনও পর্যন্ত ওয়ানডে কেরিয়ারে এমএসডি অবশ্য ২২২ ছয় মেরেছেন। কিন্তু, তার মধ্যে ২১৫ ছয় মেরেছেন দেশের হয়ে। বাকি সাত ছয় মেরেছেন এশিয়া একাদশের হয়ে। রোহিত দেশের হয়ে ধোনির ২১৫ ছয় মারার রেকর্ড স্পর্শ করলেন। তবে চলতি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেই ধোনিকে টপকে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। শেষ দুই ম্যাচে খেললে ধোনির সামনেও সুযোগ থাকছে ছয়ের সংখ্যা বাড়িয়ে রাখার।
সোমবার ওয়ানডে কেরিয়ারের ৩৮তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন রোহিত। দ্বিতীয় ওয়ানডের মতো এদিনও তিনি দলের হয়ে সর্বাধিক রান করলেন। সিরিজের তিন ম্যাচে তাঁর মোট রান ১৬০। যা এসেছে ৫৩.৩৩ গড়ে, ৮১.২১ স্ট্রাইক রেটে। কেরিয়ারের আর এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আছেন রোহিত। এখনও পর্যন্ত ১৯৯ ওয়ানডে খেলেছেন তিনি। বৃহস্পতিবার ২০০তম ওয়ানডে খেলবেন তিনি। আর সেই ম্যাচে নেতৃত্বও দেবেন দলকে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডেও ওয়ানডে সিরিজ জিতল বিরাটের ভারত
আরও পড়ুন: পরীক্ষা দেননি, রায়াডুর বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করল আইসিসি
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)