Advertisement
০১ মে ২০২৪
Virat Kohli

ওয়ানডে জিতে অভিনব সেলিব্রেশন ধোনি-বিরাটের, দেখুন ভিডিয়ো

ভারতীয় দল এখন রয়েছে দুরন্ত ফর্মে। সদ্য অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছে তারা। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধেও জিতে শুরু করল সিরিজ।

নেপিয়ারে হোভারবোর্ড চড়ছেন ধোনি-কোহালি। ছবি বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

নেপিয়ারে হোভারবোর্ড চড়ছেন ধোনি-কোহালি। ছবি বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
নেপিয়ার শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৭:৩১
Share: Save:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ জিতে অভিনব উৎসবে মেতে উঠলেন মহেন্দ্র সিংহ ধোনিবিরাট কোহালি। আর সেই ভিডিয়ো পোস্ট করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। যা সোশ্যাল মিডিয়ায় তুলল ঝড়।

আট উইকেটে ভারত জেতার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঠিক আগে ধোনি ও কোহালিকে হোভারবোর্ডে চেপে মাঠ ঘুরতে দেখা গেল। দু’চাকার এই ছোট স্বয়ংচালিত যান সাধারণত ম্যাচ সম্প্রচারের কাজে ব্যবহৃত হয়।

ভারতীয় দল এখন রয়েছে দুরন্ত ফর্মে। সদ্য অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছে তারা। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধেও জিতে শুরু করল সিরিজ। বোলারদের দাপটে অনায়াসেই এল জয়। যা শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল ক্রিকেটারদের। আর তারই রেশ দেখা গেল কোহালিদের জয়ের উৎসবে।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: লারাকেও টপকে গেলেন, ওয়ানডে ফরম্যাটে মোট রানে কোহালি এখন দশে

আরও পড়ুন: লারাকেও টপকে গেলেন, ওয়ানডে ফরম্যাটে মোট রানে কোহালি এখন দশে

জয়ের পরে ভারত অধিনায়কের গলায় শোনা গেল বোলারদের প্রশংসাই। কোহালি বললেন, “টস হারার পর মনে হয়েছিল ৩০০ রান তাড়া করতে হবে। কিন্তু বোলাররা অসাধারণ বল করল। এই পিচে দেড়শো রানে বিপক্ষকে থামিয়ে দেওয়ার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। মহম্মদ শামির দক্ষতায় আস্থা ছিল আমাদের। আর আমাদের জোরো বোলিং বিভাগ যে কোনও দলকে আউট করার ব্যাপারে আত্মবিশ্বাসী। স্পিনাররাও দারুণ লাইন-লেংথে বল করল। ম্যাচের প্রথমার্ধে পিচ কিন্তু মন্থর হয়ে পড়েনি।” ঘটনা হল, তিন উইকেট নিয়ে শামিই হয়েছেন ম্যাচের সেরা।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE