Advertisement
২১ ডিসেম্বর ২০২৫
India

সব প্রশ্নের জবাব দিল মিডল অর্ডার, পঞ্চম একদিনের ম্যাচ জেতার নেপথ্যে কে

বল সুইং করলে ভারতীয় ব্যাটসম্যানরা নাকি খেলতে পারেন না, চার নম্বরে রায়ুডু ব্যর্থ। অভিযোগ ছিল একাধিক। ছিল বিরাট কোহালির উপর নির্ভর কাটানোর প্রমাণ দেওয়ার চাপও। অবশেষে সব প্রশ্নের উত্তর দিল ভারতীয় মিডল অর্ডার। বিশ্বকাপের আগে যা কোহালিদের স্বস্তি দেবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ জিতে ৪-১ সিরিজ জেতার নেপথ্যে কে কে। দেখে নিন একবার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৫
Share: Save:
০১ ১১
বল সুইং করলে ভারতীয় ব্যাটসম্যানরা নাকি খেলতে পারেন না, চার নম্বরে রায়ুডু ব্যর্থ। অভিযোগ ছিল একাধিক। ছিল বিরাট কোহালির উপর নির্ভর কাটানোর প্রমাণ দেওয়ার চাপও। অবশেষে সব প্রশ্নের উত্তর দিল ভারতীয় মিডল অর্ডার। বিশ্বকাপের আগে যা কোহালিদের স্বস্তি দেবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ জিতে ৪-১ সিরিজ জেতার নেপথ্যে কে কে। দেখে নিন একবার।

বল সুইং করলে ভারতীয় ব্যাটসম্যানরা নাকি খেলতে পারেন না, চার নম্বরে রায়ুডু ব্যর্থ। অভিযোগ ছিল একাধিক। ছিল বিরাট কোহালির উপর নির্ভর কাটানোর প্রমাণ দেওয়ার চাপও। অবশেষে সব প্রশ্নের উত্তর দিল ভারতীয় মিডল অর্ডার। বিশ্বকাপের আগে যা কোহালিদের স্বস্তি দেবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ জিতে ৪-১ সিরিজ জেতার নেপথ্যে কে কে। দেখে নিন একবার।

০২ ১১
হ্যামিল্টনের পর ওয়েলিংটন। ফের সুইংয়ের সামনে নাজেহাল দেখাচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। কিন্তু, এই ম্যাচটাকেই যেন সব সমালোচনার জবাব দেওয়ার জন্য বেছে নিলেন অম্বাতি রায়ুডু। দল চাপে থাকলে তিনি চার নম্বরের পক্ষে কতটা আদর্শ? প্রশ্ন তুলছিলেন কোনও কোনও প্রাক্তনী। এ দিন চার উইকেট পড়ে যাওয়ার পর বিজয় শঙ্কররে সঙ্গে নিয়ে রায়ুডুর লড়াই অনেক প্রশ্নের উত্তর দিল।

হ্যামিল্টনের পর ওয়েলিংটন। ফের সুইংয়ের সামনে নাজেহাল দেখাচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। কিন্তু, এই ম্যাচটাকেই যেন সব সমালোচনার জবাব দেওয়ার জন্য বেছে নিলেন অম্বাতি রায়ুডু। দল চাপে থাকলে তিনি চার নম্বরের পক্ষে কতটা আদর্শ? প্রশ্ন তুলছিলেন কোনও কোনও প্রাক্তনী। এ দিন চার উইকেট পড়ে যাওয়ার পর বিজয় শঙ্কররে সঙ্গে নিয়ে রায়ুডুর লড়াই অনেক প্রশ্নের উত্তর দিল।

০৩ ১১
ভারতীয় দলের কাছে সব থেকে ইতিবাচক অবশ্য রায়ুডুর ইনিংস। বিশ্বকাপকে সামনে রেখে চার নম্বর নিয়ে সমস্যায় ছিল টিম ম্যানেজমেন্ট। কোহালি-রায়ুডু-ধোনি-কেদার-হার্দিক সম্ভবত বিশ্বকাপের আগে আদর্শ মিডল অর্ডার পেয়ে গেল ভারত।

ভারতীয় দলের কাছে সব থেকে ইতিবাচক অবশ্য রায়ুডুর ইনিংস। বিশ্বকাপকে সামনে রেখে চার নম্বর নিয়ে সমস্যায় ছিল টিম ম্যানেজমেন্ট। কোহালি-রায়ুডু-ধোনি-কেদার-হার্দিক সম্ভবত বিশ্বকাপের আগে আদর্শ মিডল অর্ডার পেয়ে গেল ভারত।

০৪ ১১
এ দিন রায়ুডুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালালেন তরুণ বিজয় শঙ্কর। হার্দিক না অন্য কেউ? প্রশ্ন উঠছিল। এ দিন বিজয় শঙ্করের ইনিংস কোহালি-শাস্ত্রীদের অনেক চিন্তার অবসান ঘটাবে। সামনেই বিশ্বকাপ, কোনও কারণে হার্দিককে না পাওয়া গেলে, বিকল্প পেতে খুব একটা সমস্যা হবে না।

এ দিন রায়ুডুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালালেন তরুণ বিজয় শঙ্কর। হার্দিক না অন্য কেউ? প্রশ্ন উঠছিল। এ দিন বিজয় শঙ্করের ইনিংস কোহালি-শাস্ত্রীদের অনেক চিন্তার অবসান ঘটাবে। সামনেই বিশ্বকাপ, কোনও কারণে হার্দিককে না পাওয়া গেলে, বিকল্প পেতে খুব একটা সমস্যা হবে না।

০৫ ১১
বলতেই হবে হার্দিক পাণ্ড্যর কথা। তিনি বিশ্বকাপে দলের অন্যতম সেরা বাজি। কোহালি-শাস্ত্রীদের অনেক স্বপ্ন হার্দিককে ঘিরে। আজ স্লগ ওভারে ২২ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস কোহালিদের বিরাট ভরসা দিল তাতে সন্দেহ নেই।

বলতেই হবে হার্দিক পাণ্ড্যর কথা। তিনি বিশ্বকাপে দলের অন্যতম সেরা বাজি। কোহালি-শাস্ত্রীদের অনেক স্বপ্ন হার্দিককে ঘিরে। আজ স্লগ ওভারে ২২ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস কোহালিদের বিরাট ভরসা দিল তাতে সন্দেহ নেই।

০৬ ১১
তবে, সুইং সহায়ক পরিবেশে ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা ফের প্রকাশ্যে চলে এল। নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের পরিবেশের অনেকটাই মিল। সেখানে সুইংয়ের মুখে পড়তে হতেই পারে ব্যাটসম্যানদের। এ দিন যে ভাবে প্রথম চার ব্যাটসম্যান সুইংয়ের মোকাবিলা করতে ব্যর্থ হলেন, তাতে চিন্তা ভাঁজ পড়তে বাধ্য সঞ্জয় বাঙ্গারদের কপালে।

তবে, সুইং সহায়ক পরিবেশে ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা ফের প্রকাশ্যে চলে এল। নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের পরিবেশের অনেকটাই মিল। সেখানে সুইংয়ের মুখে পড়তে হতেই পারে ব্যাটসম্যানদের। এ দিন যে ভাবে প্রথম চার ব্যাটসম্যান সুইংয়ের মোকাবিলা করতে ব্যর্থ হলেন, তাতে চিন্তা ভাঁজ পড়তে বাধ্য সঞ্জয় বাঙ্গারদের কপালে।

০৭ ১১
ওয়েলিংটনের পিচে ২৫২ রান তোলার পর হাসি ফুটেছিল ভারতীয় সমর্থকদের মুখে। আর সেটা যে অমূলক নয় তা  বুঝতে বেশিক্ষণ সময় লাগেনি। তখন রোহিত যেন বলছিলেন, তোমাদের বোল্ট থাকলে আমাদের শামি আছে। ‘সুইং মাস্টার’ শামির দেওয়া প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠা আর সম্ভব হয়নি কিউইদের।

ওয়েলিংটনের পিচে ২৫২ রান তোলার পর হাসি ফুটেছিল ভারতীয় সমর্থকদের মুখে। আর সেটা যে অমূলক নয় তা বুঝতে বেশিক্ষণ সময় লাগেনি। তখন রোহিত যেন বলছিলেন, তোমাদের বোল্ট থাকলে আমাদের শামি আছে। ‘সুইং মাস্টার’ শামির দেওয়া প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠা আর সম্ভব হয়নি কিউইদের।

০৮ ১১
তবে আজকের দিনটা বোধ হয় হার্দিক পাণ্ড্যর। ব্যাটের পর বল হাতেও চমক দেখালেন তিনি। মোক্ষম সময় ফর্মে থাকা রস টেলরকে ফিরিয়ে সেরা ধাক্কাটা তিনিই দেন। যদিও এ ক্ষেত্রে রিভিউ নিলে ফল অন্যও হতে পারত।

তবে আজকের দিনটা বোধ হয় হার্দিক পাণ্ড্যর। ব্যাটের পর বল হাতেও চমক দেখালেন তিনি। মোক্ষম সময় ফর্মে থাকা রস টেলরকে ফিরিয়ে সেরা ধাক্কাটা তিনিই দেন। যদিও এ ক্ষেত্রে রিভিউ নিলে ফল অন্যও হতে পারত।

০৯ ১১
লড়াই চালাচ্ছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু, কেদার যাদবের বলে যে ভাবে তিনি আউট হলেন তাতে কিউইরা আতঙ্কিত হতেই পারেন।

লড়াই চালাচ্ছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু, কেদার যাদবের বলে যে ভাবে তিনি আউট হলেন তাতে কিউইরা আতঙ্কিত হতেই পারেন।

১০ ১১
আর একবার নিজেকে প্রমাণ করলেন যুজবেন্দ্র চহাল। কুলদীপেক আজ বিশ্রাম দেওয়া হয়েছিল। কেন তিনি ভারতীয় স্পিনারের নতুন সূর্য তিন উইকেট নিয়ে চহাল তা ফের প্রমাণ করলেন।

আর একবার নিজেকে প্রমাণ করলেন যুজবেন্দ্র চহাল। কুলদীপেক আজ বিশ্রাম দেওয়া হয়েছিল। কেন তিনি ভারতীয় স্পিনারের নতুন সূর্য তিন উইকেট নিয়ে চহাল তা ফের প্রমাণ করলেন।

১১ ১১
বিশ্বকাপের আগে এটাই ছিল সেই পরীক্ষা। সন্দেহ নেই দল গুছিয়ে নেওয়ার কাজটা ভালই হল বিরাট-রোহিতদের। প্রথমে অস্ট্রেলিয়া পরে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে সিরিজ জয় বিশ্বকাপের আগে দলকে বাড়তি অক্সিজেন দিল, সন্দেহ নেই।

বিশ্বকাপের আগে এটাই ছিল সেই পরীক্ষা। সন্দেহ নেই দল গুছিয়ে নেওয়ার কাজটা ভালই হল বিরাট-রোহিতদের। প্রথমে অস্ট্রেলিয়া পরে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে সিরিজ জয় বিশ্বকাপের আগে দলকে বাড়তি অক্সিজেন দিল, সন্দেহ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy