Advertisement
১৮ মে ২০২৪
India vs Sri Lanka

জয় দিয়ে টি২০ অভিযান শুরু করল ভারত

শুধু সিরিজ জয়ই নয়, টি২০ তে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই ভারত মাঠে নামবে বলে জানিয়েছেন বিরাটের পরিবর্তে ভারতীয় দলের অধিনায়কত্ব সামলানো রোহিত শর্মা।

ডিকবেলাকে আউট করে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এপি।

ডিকবেলাকে আউট করে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ১৯:৩৯
Share: Save:

ওয়ান ডে এবং টেস্ট সিরিজ জয়ের ধ্বজা উড়ানোর পর এ বার টি২০ সিরিজেও শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখল ভারত। কটকে প্রথম টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৩ রানে হারিয়ে দিল রোহিত শর্মার ভারত।

• শেষ হল শ্রীলঙ্কার ইনিংস। ৮৭ রানে অল আউট থিসারা পেরেরার দল।

• ১৫.৫ ওভারে শ্রীলঙ্কার রান ৮৭/৯।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ১৪ ওভারে শ্রীলঙ্কা ৭৬/৮।

• ১৩ ওভারে শ্রীলঙ্কা ৭১/৭।

• ফের একটি উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ১২ ওভারে শ্রীলঙ্কা ৬৮/৬।

• শ্রীলঙ্কা ষষ্ঠ উইকেটের পতন।

• ১১ ওভারে শ্রীলঙ্কা ৬২/৫।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। আউট হলেন শনকা।

• চাহালের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন গুণরত্নে।

• ৮ ওভারে শ্রীলঙ্কা ৪৯/৩।

• তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ৫ ওভারে শ্রীলঙ্কা ৩৯/২।

• দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ৩ ওভারে শ্রীলঙ্কা ২৭/১।

• ২ ওভারে শ্রীলঙ্কা ১৬/১।

• প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ১ ওভারে শ্রীলঙ্কা ১১/০।

• ভারতের ১৮১ রানের জবাবে মাঠে নামল ভারত।

• ২০ ওভার শেষে ভারতের রান ১৮০/৩।

• ১৯ ওভারে ভারত ১৬৮/৩।

• ১৮ ওভারে ভারত ১৪৭/৩।

• ১৫ ওভারের লক্ষ্যে ১১৪/৩

• ৬১ রান করে আউট হলেন কেএল রাহুল।

• ১৪ ওভারে ভারত ১১০/২।

• ১৩ ওভারে ভারত ১০২/২।

• ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শ্রেয়স আইয়ার।

• দ্বিতীয় উইকেট হারাল টিম ইন্ডিয়া।

• ১০ ওভার শেষে ভারতের রান ৮৪/১।

• অর্ধশতরান করলেন কেএল রাহুল।

• দলকে বড় রানের লক্ষ্যে পৌছে দিতে লড়াই চালাচ্ছেন লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার জুটি।

• ৯ ওভারে ভারত ৭৫/১।

• ৭ ওভারে ভারত ৫৩/১।

• ৫ ওভারে ভারত ৩৮/১।

• প্রথম উইকেট হারাল ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Sri Lanka T20 Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE