Advertisement
E-Paper

লড়ছেন একা পূজারা, বৃ্ষ্টিতে পণ্ড দ্বিতীয় দিনের খেলা

ফের এক বার বৃষ্টির চোখরাঙানিতে বন্ধ হয়ে গেল ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টে দ্বিতীয় দিনের খেলা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৭ ১১:৩৯
নড়াই চালাচ্ছেন চেতেশ্বর পূজারা। ছবি: বিসিসিআই।

নড়াই চালাচ্ছেন চেতেশ্বর পূজারা। ছবি: বিসিসিআই।

• দিনের শেষে ভারত ৭৪/৫ (৩২.৫)।

• দ্বিতীয় দিনের মত খেলার ইতি ঘোষণা করল আম্পায়াররা।

• আরক কিছু সময় দেখার সিদ্ধান্ত। পরে হলেও ম্যাচ শুরুর বিষয় আশাবাদী গ্রাউন্ডসম্যানরা।

• পিচ পরিদর্শনে এলেন দুই আম্পায়ার।

• এখনও কভারে ঢাকা গোটা।

• টি টাইম।

• খেলা চালু হওয়ার কোনও সংকেতই নেই।

• খেলা চালু হওয়ার কোনও সংকেতই নেই।

• ঝিরিঝিরি বৃষ্টি লাগাতার পরে চলেছে।

• লাঞ্চ টাইম।

• বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল খেলা। ভারত ৭৪/৫।

• ফের এক বার উইকেট হারাল টিম ইন্ডিয়া। চার রান করে আউট হলেন রবিচন্দ্রন অশ্বিন। ফের উইকেট নিলেন শনকা।

• ভারতীয় শিবিরে দিনের প্রখম আঘাত হানলেন শনকা। আউট হলেন অজিঙ্ক রাহানে।

আরও পড়ুন: ঘূর্ণির দুর্গে গতির তেজ

আরও পড়ুন: ‘গতির তুফান উঠেছে, কিন্তু বিনোদন কই’

• দিনের শুরুতেই উইকেট হারাল টিম ইন্ডিয়া।

• শুরু হল দ্বিতীয় দিনের খেলা।

ইডেন টেস্টে প্রথম দিন শেষে ১১.৫ ওভারে ভারতের রান ছিল ১৭/৩।

India Sri Lanka Eden Gardens Kolkata Sports News Test
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy