Advertisement
E-Paper

পূজারার হাফ সেঞ্চুরি, কলম্বোয় লড়ছে ভারত

প্রথম দিনের খেলার প্রায় পুরোটাই ভেস্তে দিয়েছিল বৃষ্টি। দ্বিতীয় দিনের শুরুটা কিন্তু হল বেশ ভাল ভাবেই। মেঘ মুক্ত আকাশে সাদা মেঘ নিয়ে একেবারে আদর্শ ক্রিকেটীয় আবহাওয়া। সেই আদর্শ আবহাওয়াকে বেশ ভাল ভাবে কাজে লাগিয়ে সকালটা শুরু করেছিলেন ধামিকা প্রসাদ-অ্যাঞ্জেলো ম্যাথিউজরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ১২:১৭
নাকচ আবেদন। ছবি: এপি।

নাকচ আবেদন। ছবি: এপি।

প্রথম দিনের খেলার প্রায় পুরোটাই ভেস্তে দিয়েছিল বৃষ্টি। দ্বিতীয় দিনের শুরুটা কিন্তু হল বেশ ভাল ভাবেই। মেঘ মুক্ত আকাশে সাদা মেঘ নিয়ে একেবারে আদর্শ ক্রিকেটীয় আবহাওয়া। সেই আদর্শ আবহাওয়াকে বেশ ভাল ভাবে কাজে লাগিয়ে সকালটা শুরু করেছিলেন ধামিকা প্রসাদ-অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। তবে প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে ভারতীয় ব্যাটিং। সৌজন্যে চেতেশ্বর পূজারার হাফ সেঞ্চুরি।

শনিবার দিনের প্রথম ওভারেই বিরাট কোহলিকে নাড়িয়ে দিয়েছিলেন ধামিকা। অনবদ্য প্রথম ওভারে বার দু’য়েক নাকচ হয় এলবিডব্লুউয়ের জোড়ালো আবেদন। কলম্বোর পিচের অসমান বাউন্স সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল পূজারা-কোহলি জুটিকে। কিন্তু হাল না ছেড়ে ধৈর্য ধরে মাটি কামড়ে লড়াইয়ের সিদ্ধান্ত নেন দুই ভারতীয় ব্যাটসম্যান। প্রথম ১৫ ওভারে ওঠে মাত্র ২২ রান। কিন্তু ছন্দপতন ২৩তম ওভারে। অফের বেশ বাইরের বল মারতে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউজের বলে আউট হন কোহলি।

পাঁচ নম্বরে নেমে পজিটিভ ব্যাটিং শুরু করেন রোহিত। গোটা কয়েক বাউন্ডারি ছাড়াও হেরাথকে একটি বিশাল ছক্কাও হাঁকান তিনি। উল্টো দিকে যাবতীয় ধৈর্য নিয়ে ব্যাট করতে থাকেন পূজারা। নিজের প্রথম বাউন্ডারি মারেন দিনের ২৬তম ওভারে। স্পিনার কৌশলকে পর পর তিনটি চার মারেন তিনি।

এরই মধ্যে নিজের হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করেছেন পূজারা। রোহিতের সঙ্গে জুটিতেও পার করেছেন পঞ্চাশ রানের গণ্ডি। এর পরেই রোহিতকে ফিরিয়ে ফের ভারতীয় শিবিরে ধাক্কা দেয় ধামিকা। লাঞ্চে ভারতের স্কোর দাঁড়ায় ১১৯/৪।

India Sri Lanka Cheteshwar Pujara Rangana Herath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy