Advertisement
২৬ এপ্রিল ২০২৪

২০৩২ অলিম্পিক্সের জন্য ঝাঁপাতে চায় ভারত

এ দিকে, বাত্রা আরও জানান, করোনা অতিমারি শেষ হলেই ২০৩২ সালের অলিম্পিক্সের জন্য দাবি জানাবে ভারত। ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। সেখান থেকে ভারত শিক্ষা নিয়েছেন বলে জানান বাত্রা। ২০২৬ সালের যুব অলিম্পিক্স পাওয়ার ক্ষেত্রে ভারতের সঙ্গে দৌড়ে রয়েছে তাইল্যান্ড, রাশিয়া ও কলম্বিয়া। 

প্রস্তুতি: ভারতে অলিম্পিক্স আনার উদ্যোগ বাত্রাদের। ফাইল চিত্র।

প্রস্তুতি: ভারতে অলিম্পিক্স আনার উদ্যোগ বাত্রাদের। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মে ২০২০ ০৫:১৭
Share: Save:

মারণ করোনাভাইরাসের বিশ্বজুড়ে সংক্রমণের ফলে এক বছর পিছিয়ে গিয়েছে টোকিয়ো অলিম্পিক্স। কিন্তু প্রতিষেধক না পাওয়া গেলে আগামী বছরও সেই অলিম্পিক্স হবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই আবহেই শনিবার ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট ও আর্ন্তজাতিক অলিম্পিক্স কমিটির সদস্য নরিন্দর বাত্রা বলে দিলেন, আগামী বছর নিশ্চিত ভাবেই টোকিয়োতে হবে অলিম্পিক্স। শনিবার অনলাইনে ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার বিশেষ সাধারণ সভায় বাত্রা বলেন, ‍‘‍‘আগামী বছর প্রতিষেধক পাওয়া না গেলে অলিম্পিক্স হবে না। এটা কেউ কেউ বলছেন। এর সঙ্গে আমি সহমত নই। নিশ্চিত ভাবেই আগামী বছর টোকিয়োতে হবে অলিম্পিক্স। সেই মতোই প্রস্তুতি নিচ্ছি আমরা। বিশ্বস্ত সূত্র, আন্তর্জাতিক ক্রীড়া জগতের কর্তা-ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুবাদেই আগামী বছর অলিম্পিক্স হওয়ায় আশাবাদী আমি। বিশ্বাস রয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে অক্টেবরের মধ্যে এর প্রতিষেধকও বেরিয়ে যাবে।’’

এ দিকে, বাত্রা আরও জানান, করোনা অতিমারি শেষ হলেই ২০৩২ সালের অলিম্পিক্সের জন্য দাবি জানাবে ভারত। ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। সেখান থেকে ভারত শিক্ষা নিয়েছেন বলে জানান বাত্রা। ২০২৬ সালের যুব অলিম্পিক্স পাওয়ার ক্ষেত্রে ভারতের সঙ্গে দৌড়ে রয়েছে তাইল্যান্ড, রাশিয়া ও কলম্বিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

olympic tokyo olympic 2021 coronavirus lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE