টেস্টের শেষ দিন সকালে ইনিংস ডিক্লেয়ার করে তৃতীয় টেস্ট জয়ের স্বপ্ন দেখা শুরু করে ভারত। লাঞ্চের পর সেই জয় চলে আসে হাতের মুঠোয়। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৮ রানে অল আউট করে দিয়ে। একই সিরিজে দু’টি টেস্ট জিতে ভারতের সিরিজ জয় এই প্রথম।
ওয়েস্ট ইন্ডিজকে ৮৭ ওভারে ৩৪৬-এর টার্গেট দিয়ে শনিবার সকালে ডিক্লেয়ার করে দেন বিরাট কোহালি। সেই রান তো জ্যাসন হোল্ডাররা তুলতেই পারলেন না। বরং শামি, ইশান্ত, ভুবনেশ্বর, অশ্বিন, জাডেজাদের সামনে যেন অসহায় আত্মসমর্পন করলেন তাঁর ব্যাটসম্যানরা। ৩০ ওভারের মধ্যেই পাঁচ উইকেট ফেলে দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে হারের দিকে অর্ধেক ঠেলে দিয়েছিলেন তাঁরা। আর শেষ করে দেন ৪৭.৩ ওভারে।
আগের দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৭-৩ তুলেছিল ভারত। এ দিন অশ্বিন আউট হতেই ডিক্লেয়ার করে দেন কোহালি। তখন ক্রিজে ৭৮ রানে অপরাজিত রাহানে। বোর্ডে দলীয় স্কোর ৪৮ ওভারে সাত উইকেটে ২১৭। রীতিমতো ওয়ান ডে মেজাজে এই ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে দান ছেড়ে দেন কোহালি। এ দিন সকালে ন’ওভারে ৬০ রান করে ভারত। পাল্টা ব্যাট করতে নেমে দুই ওপেনার লিয়ন জনসন ও ক্রেগ ব্রেথওয়েট চার রানের মধ্যেই ফিরে যান। এর পর স্যামুয়েলস, চেজ ও ব্ল্যাকউডও আউট হয়ে যান দলের ৬৮ রানের মধ্যে। বাকি ধসটা নামতে লাগে আর সাড়ে সতেরো ওভার।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩৫৩ ও ২১৭-৭ ডিঃ। ওয়েস্ট ইন্ডিজ ২২৫ ও ১০৮।