Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বিরাটের ভারত

ভারতের উঠে আসার সঙ্গেই ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখল বিরাট কোহালি। প্রথম পাঁচে আরও কোনও ভারতীয় নেই ব্যাটিংয়ে। বোলিংয়ের সেরা পাঁচে রয়েছেন ভারতের একমাত্র যশপ্রীত বুমরাহ।

ভারতীয় ওয়ান ডে দল। ছবি: পিটিআই।

ভারতীয় ওয়ান ডে দল। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১২:৫৭
Share: Save:

টেস্টের পর এ বার ওয়ান ডে-তেও শীর্ষে ভারতীয় ক্রিকেট দল। রবিবার প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে সবাইকে ছাপিয়ে এক নম্বরে উঠে এল বিরাট কোহালির মেন ইন ব্লু। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবারই পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-০তে জিতে নিয়েছে ভারত। সঙ্গে টানা ন’ম্যাচ জয়ের রেকর্ড। নিজেদেরই সেরা পারফরমেন্সকে আরও একবার ছুলো ভারতীয় ক্রিকেট দল। যার ফল র‌্যাঙ্কিংয়ে উঠে আসা। ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে অস্ট্রেলিয়া। চারে ইংল্যান্ড। পাঁচে নিউজিল্যান্ড। আগের র‌্যাঙ্কিংয়েই আট নম্বরে উঠে এসে ২০১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নিয়েছিল শ্রীলঙ্কা। ছয় ও সাতে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ।

আরও পড়ুন

তৃতীয় ওয়ান ডে জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

সচিনের টিপস নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল রাহানে

ভারতের উঠে আসার সঙ্গেই ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখল বিরাট কোহালি। প্রথম পাঁচে আরও কোনও ভারতীয় নেই ব্যাটিংয়ে। বোলিংয়ের সেরা পাঁচে রয়েছেন ভারতের একমাত্র যশপ্রীত বুমরাহ। অল-রাউন্ডার র‌্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে একজনও ভারতীয়র জায়গা হয়নি। যদিও দলকে এক নম্বরে তুলে নিয়ে যাওয়ার পিছনে রয়েছেন সব পজিশনের ক্রিকেটাররাই। পরের ওডিআই প্লেয়ার্স র‌্যাঙ্কিংয়ে হয়তো উঠে আসতে দেখা যাবে অনেক ভারতীয়কেই। সেই তালিকায় সবার আগে থাকার সম্ভাবনা হার্দিক পাণ্ড্য ও কুলদীপ যাদবের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cricket Cricketer ICC ODI Ranking India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE