তাঁকেই আবার তুলে দেওয়া হয়েছে নেতৃত্ব। ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ জানিয়ে দিলেন, আর্জেন্টিনা সফরে তাঁরা অপরাজিত তকমা
ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।
গত মাসে জার্মানি এবং গ্রেট ব্রিটেনে দুর্দান্ত হকি উপহার দেওয়ার পরে এ বার ভারতের প্রতিপক্ষ গত অলিম্পিক্সে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েনোস আইরেসে ছটি ম্যাচ খেলবে ভারত, যার মধ্যে রয়েছে এফআইএইচ প্রো লিগের লড়াই।
সেই সফর উপলক্ষে ২২ সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। হকি ইন্ডিয়ায় দেওয়া বিবৃতিতে মনপ্রীত বলেছেন, “করোনা অতিমারির জন্য প্রায় এক বছর প্রতিদ্বন্দ্বিতামূলক হকি ম্যাচ খেলতে পারিনি। সেটা অবশ্যই একটা বড় ধাক্কা। তবে সেটা সমস্ত দলের ক্ষেত্রেই প্রযোজ্য। কাজেই নিজেদের দক্ষতায় আস্থা রেখে এই সফরে সেরা হকি খেলতে হবে।”