২০১৮ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিতেছিল বিরাট কোহালির দল। গড়েছিল ইতিহাস। সেই দলকে তাঁর দেখা সফরকারী দলগুলোর মধ্যে অন্যতম সেরা বলে চিহ্নিত করলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।
দু’বছর আগে অস্ট্রেলিয়া দলে ছিলেন না স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার। এই দু’জন দলে ফেরায় ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শক্তি বাড়ছে অজিদের, মেনে নিয়েছেন ল্যাঙ্গার। তিনি বলেছেন, “আমাদের পুরো দলই অনেক পরিণত হয়েছে। দেড় বছর আগে ভারতের বিরুদ্ধে সিরিজ খুব কঠিন ছিল। ওই ভারতীয় দল আমার দেখা সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে পড়ে। সেই সিরিজে আমরা বেশ কিছু শিক্ষা পেয়েছি। সেরা দুই দলের একে অন্যের বিরুদ্ধে টক্কর বরাবর উপভোগ করেছি। আর অস্ট্রেলিয়া বনাম ভারত মানে গ্রেট ক্রিকেটাররা মুখোমুখি হবে। যেমন বিরাট কোহালি বনাম প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার বনাম জশপ্রীত বুমরা। যে কোনও ক্রিকেটপ্রেমীর কাছে যা লোভনীয়।”
আরও পড়ুন: ‘সচিনের সময়ের থেকে বেশি ফিট, তাই রেকর্ড ভাঙতেই পারে কোহালি’