Advertisement
২০ মে ২০২৪

মেয়েদের এশিয়া সেরার পরীক্ষা

গ্রুপের খেলায় চিন-কে ৪-১ গোলে হারানোর পর ফাইনালেও তাদেরই সঙ্গে দেখা। তা ছাড়া সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন জাপানকে তাদের ঘরের মাঠেই ৪-২ গোলে উড়িয়ে দিয়েছেন গুরজিৎ কৌর-রা।

রবিবার ফাইনালে চিনের মুখোমুখি। ভারতের সামনে ট্রফি এবং বিশ্বকাপের ছাড়পত্রের হাতছানি। ফাইল চিত্র

রবিবার ফাইনালে চিনের মুখোমুখি। ভারতের সামনে ট্রফি এবং বিশ্বকাপের ছাড়পত্রের হাতছানি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ০৪:৩১
Share: Save:

রবিবার ভারতীয় মেয়েদের সামনে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ। এশিয়া কাপের ফাইনালে চিনকে হারালে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০১৮ হকি বিশ্বকাপের ছাড়পত্র হাতে পাবেন ভারতীয় মেয়েরা। ভারতীয় অধিনায়ক রানি রামপাল বলছেন, ‘‘এশিয়া কাপ জিতে পরের বছর বিশ্বকাপে যোগ্যতা অর্জন করাই এখন আমাদের লক্ষ্য।’’

গ্রুপের খেলায় চিন-কে ৪-১ গোলে হারানোর পর ফাইনালেও তাদেরই সঙ্গে দেখা। তা ছাড়া সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন জাপানকে তাদের ঘরের মাঠেই ৪-২ গোলে উড়িয়ে দিয়েছেন গুরজিৎ কৌর-রা। ছেলেদের এশিয়া কাপ জয়ের পর মেয়েদের সামনে জোড়া সাফল্য নিয়ে আসার সুযোগ। ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালেও চিন-বধ করে হকিতে বছরের দ্বিতীয় এশিয়া কাপটি ঘরে আনতে চাইছে ভারত। রানি বলছেন, ‘‘ছেলেদের এশিয়া কাপ জয় আমাদের উদ্বুদ্ধ করছে। আমাদের ড্রেসিংরুমের আবহাওয়াও বেশ তরতাজা। ফাইনালের আগে সবাই বেশ উৎসাহী এবং আত্মবিশ্বাসী।’’

গ্রুপে চিনকে হারিয়েছে ভারত। সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন জাপানকেও হারিয়েছে তারা। রানি বলছেন, ‘‘জাপানের বিরুদ্ধে ম্যাচটি আমরা সত্যিই খুব ভাল খেলেছি। কোচের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকে খেলেছে।’’ পাশাপাশি, ভারত অধিনায়ককে সতর্কও শোনায়। যোগ করছেন, ‘‘চিনকে আমরা গ্রুপের ম্যাচে হারিয়েছি ঠিকই, কিন্তু ওরা এমন একটি দল যাদের সম্পর্কে আগাম ধারণা করা কঠিন। আমরা পরিকল্পনা মাফিক অনুশীলন করেছি। কোচের ঠিক করা রণনীতি অনুযায়ী খেলতে হবে।’’

ভারত এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোট ২৭ গোল করেছে। রানির দলের স্ট্রাইকারদের বেশ ভয় পাচ্ছে বিপক্ষের খেলোয়াড়রা। টুর্নামেন্টে আট গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডিফেন্ডার গুরজিৎ কৌর। ভারতের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ গুরজিৎ। এ ছাড়াও নভজ্যোৎ কৌর ও নবনীত কৌর চারটি করে গোল পেয়েছেন। অধিনায়ক রানি ও দীপ গ্রেস করেছেন দু’টি করে গোল।

ফাইনালের আগের দিন অনুশীলন শেষে রানি বলেছেন, ‘‘আমাদের দলগত চেষ্টায় ফাইনাল পর্যন্ত পৌঁছেছি। প্রত্যেক ম্যাচেই গুরজিৎ অনবদ্য। আশা করছি, ফাইনালেও গোটা টুর্নামেন্ট ধরে চলা ফর্ম ধরে রাখতে পারব আর ট্রফি জিতব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE