Advertisement
০২ ডিসেম্বর ২০২৩
Cricket

বিশ্বকাপের আগে দেখে নেওয়া হচ্ছে প্রত্যেককে, জানিয়ে দিলেন ঝুলন

বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। সেখানেও বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত  দিয়েছেন তিনি।

প্রত্যয়ী: ইংল্যান্ডের বিরুদ্ধে আজ জিততে মরিয়া ঝুলনরা।

প্রত্যয়ী: ইংল্যান্ডের বিরুদ্ধে আজ জিততে মরিয়া ঝুলনরা। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ০৮:১৪
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে একাধিক বল নষ্ট করার খেসারত দিতে হয়েছে ভারতকে। আট উইকেটে হেরে অভিযান শুরু করেছে মহিলা ক্রিকেট দল। কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী জানিয়েছেন, আগামী বছর নিউজ়িল্যান্ডে বিশ্বকাপ। তাই এখন থেকেই বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে ভারতীয় দলে।

আজ, বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। সেখানেও বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। সাংবাদিকদের ঝুলন বলেছেন, ‘‘বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দলকে দেখে নেওয়া হচ্ছে। আগামী বছর বিশ্বকাপ, তার আগে কীভাবে দলকে সাজালে সেরা ক্রিকেট খেলতে পারব, তা দেখে নেওয়ার চেষ্টাই চলছে।’’ যোগ করেন, ‘‘আশা করি, আগামী কয়েকটি ম্যাচ ও সিরিজে আমরা সেরা একাদশ বেছে নিতে পারব।’’

ঝুলন মনে করেন, ওপেনার শেফালি বর্মার উপরে অতিরিক্ত চাপ যেন দেওয়া না হয়। তিনি নিশ্চিত, মাঝের সারির ব্যাটসম্যানেরা নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করবেন। ঝুলনের কথায়, ‘‘ওয়ান ডে ক্রিকেটে সবে একটি ম্যাচ খেলেছে শেফালি। গত ম্যাচেই অভিষেক হয় ওর। এরই মধ্যে আমরা ওর কাছে অতিরিক্ত আশা করে ফেলছি। অবশ্য ওর প্রতিভাই প্রত্যেককে এতটা আশা করতে বাধ্য করেছে।’’ তিনি আরও বলেন, ‘‘প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে কেউ একজন বড় রান পেলেই দল দাঁড়িয়ে যাবে। আমি নিশ্চিত, কেউ না কেউ রান করার দায়িত্ব নেবেই।’’

বোলিং বিভাগ হিসেবেও উন্নতি করার কথা বলেছেন ঝুলন। কারণ, গত ম্যাচে ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট ও নাতালি স্কিভার প্রায় একশোর স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন। তাই ঝুলনের প্রতিক্রিয়া, ‘‘বোলিং বিভাগ হিসেবে আমাদের ম্যাচে ফিরে আসতেই হবে। কোথায় সমস্যা হচ্ছে তা প্রত্যেকে উপলব্ধি করেছে। আশা করি, আগামী ম্যাচেই ফিরে আসব আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE