অ্যান্তোনিলাকে নিয়ে বিয়ে করতে ঢুকছেন মেসি।
অতিথিদের তালিকায় ছিলেন বার্সেলোনায় মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, নেইমাররা এবং স্বস্ত্রীক জেরাড পিকে। অনুষ্ঠানে কোলম্বিয়ান পপ স্টার শাকিরার উপস্থিতি রাতের রোজারিওকে আরও আলোকিত করে তোলে। পিকে এবং তাঁর স্ত্রী শাকিরা ছাড়াও, মেসি-অ্যান্তোনিলা বিয়ের অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নিয়েছিলেন জাভি হার্নান্ডেজ, সেস ফ্রাব্রিগাস, কার্লোস পুয়োল এবং লাভেজি।
বন্ধু মেসির বিয়েতে হাজির সস্ত্রীক জাভি হার্নান্ডেজ, সেস ফ্রাব্রিগাস, কার্লোস পুয়োল।
এই অনুষ্ঠান গোটা বিশ্বের সামনে তুলে ধরতে নিমন্ত্রিত ছিলেন ১৫০ সাংবাদিকও। এ ছাড়া রোসারিওর বাইরে মেসিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার ‘এলএম ১০’ অনুগামী।
পুয়োল, শাকিরা, নেইমারের মত তারকারা এই বিয়েতে উপস্থিত থাকলেও নিমন্ত্রনের তালিকা থেকে বাদ ছিলেন ফুটবল রাজপুত্র মারাদোনা। আমন্ত্রিতের তালিকায় ছিলেন না মেসির অন্যতম প্রিয় কোচ পেপ গুয়ারর্ডিওয়ালাও।
তবে, নিজের বিয়েতে কিংবদন্তি মারাদোনাকে নিমন্ত্রন না করায় ইতিমধ্যেই বিভিন্ন মহলের সমালোচনার শিকার হতে হচ্ছে মেসিকে। ফেসবুক থেকে টুইটার বিভিন্ন জায়গাতে এর প্রতিবাদ করেছেন ফুটবল রাজপুত্রের অনুগামীরা।
ছবি: এএফপি