Advertisement
E-Paper

মার্লে ও অবহেলাই তাতিয়েছে হোপদের

ক্যারিবিয়ানদের হৃদয়ের মানুষ কিংবদন্তি জামাইকান গায়কের কথা ও সুরের আগুনেই নিজেদের সেঁকে নেন শিমরন হেটমায়ার, শেই হোপরা। দলের এক কর্তা তেমনই জানালেন। 

রাজীব ঘোষ

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ০৪:৩৫
নজর কেড়েছেন শেই হোপ।—ছবি এএফপি

নজর কেড়েছেন শেই হোপ।—ছবি এএফপি

গত কয়েক দিন ধরে বব মার্লের এই গানটা নাকি খুব চলেছে জেসন হোল্ডারদের ড্রেসিংরুমে— ‘গেট আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ ফর ইওর রাইটস।’ যার অর্থ, ‘জাগো, উঠে দাঁড়াও, নিজের অধিকার আদায় করে নাও।’

এই গানে কয়েকটা লাইন আছে, ‘ডোন্ট গিভ আপ দ্য ফাইট, লাইফ ইজ ইওর রাইট। গেট আপ, স্ট্যান্ড আপ, সো উই কান্ট গিভ আপ দ্য ফাইট।’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘লড়াই ছেড়ো না, জীবন তোমার অধিকার। জাগো, উঠে দাঁড়াও, লড়াই ছেড়ে দেওয়া যাবে না।’

ক্যারিবিয়ানদের হৃদয়ের মানুষ কিংবদন্তি জামাইকান গায়কের কথা ও সুরের আগুনেই নিজেদের সেঁকে নেন শিমরন হেটমায়ার, শেই হোপরা। দলের এক কর্তা তেমনই জানালেন।

প্রবাদই চালু হয়ে গিয়েছে, মেরুণ পোশাক গায়ে চাপালেই ক্যারিবিয়ানদের রক্ত গরম হয়ে যায়! তবে এ বার ভারতে এসে বাড়তি প্রেরণা জুগিয়েছে তাঁদের প্রতি অবহেলা, তাচ্ছিল্য। এ দেশে আসার পর থেকেই জেসন হোল্ডারদের একের পর এক সমালোচনা হজম করতে হয়েছে।

টেস্ট সিরিজে তাঁদের শোচনীয় হারের পরে বিষান সিংহ বেদী প্রশ্ন তোলেন, ‘‘এত নিম্নমানের দল এনে আমাদের ছেলেদের টেস্টের কী এমন ভাল প্রস্তুতি হল?’’ হরভজন সিংহ আবার রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের দলের সঙ্গেও তুলনা করেছিলেন এই ওয়েস্ট ইন্ডিজের। শুধু ভারতের প্রাক্তন কেন, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, কার্ল হুপাররাও টেস্ট হারের পরে তাঁদের দলের ওয়ান ডে সাফল্য নিয়ে বিন্দুমাত্র আশা দেখেননি। সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছিলেন, ‘‘ওরা বেড়াতে এসেছে যেন।’’

মার্লের ঘুম ভাঙানোর গানের সঙ্গে এই সমালোচনাগুলোও তাঁদের কানে তুলে ধরেছিলেন তাঁদের অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল। আর তাতেই কাজ হয়। ক্রমশ মাথা তুলে দাঁড়ায় দলটা। চলতি ওয়ান ডে সিরিজেই পাওয়া গিয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ।

শনিবার পুণেয় ভারতকে ৪৩ রানে হারানোর পরে ম্যাচের সেরা তারকা অলরাউন্ডার অ্যাশলি নার্স সোজাসুজিই বলেন, ‘‘ভারতে আসার পরে তো আমাদের সবাই উড়িয়েই দিয়েছিলেন। কিন্তু আমরাও দেখিয়ে দিলাম, আমরা এখানে খেলতেই এসেছি। আমার দেখে ভাল লাগছে, ছেলেরা এখানে ভাল ক্রিকেট খেলে সবাইকে জবাব দিয়েছে। পরের দুই ম্যাচে এটাই ধরে রাখতে হবে।’’

পুণেয় কোচ স্টুয়ার্ট ল-ও বলেছিলেন, ‘‘ভারতে এসে ওদের যে সমালোচনাটা শুনতে হয়েছিল, সেগুলোই ওদের তাতিয়ে দিয়েছে। এমনিতেই আমাদের এই ছেলেগুলো সীমিত ওভারের ক্রিকেটে ভাল খেলে। ওদের আর একটু আগুনের দরকার ছিল, সেটাই আমি দিয়েছি।’’

সোমবার মুম্বইতে চতুর্থ ওয়ান ডেস জয়ীরা নিশ্চিত করে ফেলবে, তারা এই সিরিজে হারছে না। তিরুঅনন্তপুরমে শেষ ম্যাচে আবার আবহাওয়ার বাধ সাধার পূর্বাভাস রয়েছে। তাই সোমবারের ম্যাচ জিতে এগিয়ে থাকলে সিরিজ জয়ের সম্ভাবনাও থাকবে প্রবল। সে দিক থেকে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। মুম্বই ক্রিকেট সংস্থার প্রশাসনিক জটে সিসিআই এই ম্যাচ করছে ব্রেবোর্নে।

Cricket India West Indies Negligence Insolence Shai Hope Shimron Hetmyer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy