Advertisement
১৯ এপ্রিল ২০২৪

একটু সময় দিন, পস্টিগার সঙ্গে ঠিক মানিয়ে নেব

প্রথম আইএসএলের সেরা ফুটবলার ছিলেন তিনি। কেরল ব্লাস্টার্সকে ফাইনালে তোলার পিছনে অন্যতম অবদান ছিল তাঁর। ফাইনালে যে আটলেটিকো দে কলকাতার কাছে হারতে হয়েছিল তাঁকে, এখন সেই দলেরই আক্রমণের অন্যতম অস্ত্র হয়ে উঠেছেন ইয়ান হিউম। শুক্রবার টিম হোটেলের লবিতে দাঁড়িয়ে তাঁর ভক্তদের সঙ্গে সেলফি তোলার ফাঁকেই আনন্দবাজারের সঙ্গে একান্ত আড্ডা মারলেন এটিকের কানাডিয়ান ফরোয়ার্ড।প্রথম আইএসএলের সেরা ফুটবলার ছিলেন তিনি। কেরল ব্লাস্টার্সকে ফাইনালে তোলার পিছনে অন্যতম অবদান ছিল তাঁর। ফাইনালে যে আটলেটিকো দে কলকাতার কাছে হারতে হয়েছিল তাঁকে, এখন সেই দলেরই আক্রমণের অন্যতম অস্ত্র হয়ে উঠেছেন ইয়ান হিউম। শুক্রবার টিম হোটেলের লবিতে দাঁড়িয়ে তাঁর ভক্তদের সঙ্গে সেলফি তোলার ফাঁকেই আনন্দবাজারের সঙ্গে একান্ত আড্ডা মারলেন এটিকের কানাডিয়ান ফরোয়ার্ড।

হাবাসের ক্লাসে হিউম। চেন্নাইয়ে। ছবি: উৎপল সরকার।

হাবাসের ক্লাসে হিউম। চেন্নাইয়ে। ছবি: উৎপল সরকার।

সোহম দে
চেন্নাই শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০৩:৩৯
Share: Save:

প্রশ্ন: কতটা তৈরি আপনি নতুন ফ্র্যাঞ্চাইজি টিমের হয়ে খেলতে?

হিউম: ভালই তৈরি। প্রাক্ মরসুমে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছি। ফিটনেসও ভাল অবস্থায় আছে।

প্র: গত বার ফাইনালে হারের যন্ত্রণা কতটা ছিল? তা-ও আবার এই কলকাতার বিরুদ্ধেই?

হিউম: সেই ফাইনালের কথাটা না তুললেই পারতেন! যন্ত্রণাটা খুবই ছিল। খুব কষ্ট হয়েছিল। ট্রফি না জিততে পারায় ভীষণ খারাপ লাগছিল। সেই রাতে বহু চেষ্টা করেও পারিনি।

প্র: কিন্ত সেই আইএসএল ট্রফিটা নিয়েই তো আপনাকে ভিসেন্তে কালদেরনে হাঁটতে হয়েছে! সেই অনুভূতিটা কেমন ছিল?

হিউম: সত্যি বলতে কী, খুবই অদ্ভুত লাগছিল। তবে হ্যাঁ, সব মিলিয়ে অভিজ্ঞতাটা দারুণ ছিল।

প্র: এটিকে সমর্থকেরা তো দারুণ আশায়— আপনার আর পস্টিগার জুটি সুপারহিট হবে।

হিউম: (হাসতে হাসতে) তাই নাকি?

প্র: হ্যাঁ। পস্টিগার সঙ্গে আপনার বোঝাপড়াটা প্র্যাকটিসে কেমন হচ্ছে?

হিউম: পস্টিগা খুব ভাল ফুটবলার। তবে যে কারও সঙ্গে মানিয়ে নিতেই একটু সময় লাগে। আমাকে একটু সময় দিন। ওর সঙ্গে ঠিক মানিয়ে নেব।

প্র: কলকাতা শহরটা কী রকম লাগছে?

হিউম: সবে তো কয়েক দিন হল। তবে ভালই লাগছে। আপনাদের শহরের সমর্থকেরা দারুণ।

প্র: আইএসএলের প্রথম মরসুমে কেরলের হয়ে এত ভাল খেলেছিলেন। এ বার অন্য একটা দলের হয়েও সেটা পারবেন তো?

হিউম: চেষ্টা তো করবই। ফুটবলে কোনও কিছুই অসম্ভব নয়। তবে ফের আইএসএলে খেলে মজা পেতে চাই।

প্র: মাদ্রিদে প্রাক মরসুম ট্রেনিং কী রকম ছিল?

হিউম: খুবই ভাল ছিল। ওখানে টিমের সবাই একসঙ্গে ছিলাম। একটা বোঝাপড়া তৈরি হয়েছে একে অন্যের সঙ্গে। বার্সেলোনার ম্যাচ দেখেও দারুণ চার্জড হয়েছি আমরা সবাই।

আইএসএল শুরু আজ

আটলেটিকো দে কলকাতা : চেন্নাইয়ান এফসি (জওহরলাল নেহরু স্টেডিয়াম, সন্ধে ৬-৫০)

• টিভিতে সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ১, ২, ৩-এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE