Advertisement
০৪ মে ২০২৪
Sports News

গেমস ভিলেজে থাকার অনুমতি পেলেন সাইনার বাবা হরবীর সিংহ

২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হল। সাইনার টুইটের পরেই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়ে দিল হরবীর সিংহ গেমস ভিলেজে থাকতে পারবেন।

গেমস ভিলেজে অন্যান্য প্রতিযোগিদের সঙ্গে সাইনা ও তাঁর বাবা হরবীর সিংহ। ছবি: পিটিআই।

গেমস ভিলেজে অন্যান্য প্রতিযোগিদের সঙ্গে সাইনা ও তাঁর বাবা হরবীর সিংহ। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
গোল্ড কোস্ট শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ১৯:১৬
Share: Save:

কমনওয়েলথে সাইনা নেহওয়ালের বাবাকে গেমস ভিলেজে ঢোকার অনুমতি দিল কর্তৃপক্ষ। যা নিয়ে রীতিমতো বিরক্ত ছিলেন সাইনা। ভারত থেকে সাইনার বাবাকে দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে যাওয়ার অনুমতি দিলেও অস্ট্রেলিয়া পৌঁছনোর পর নাম কেটে দেওয়া হয়।

তাতেই নিজের বিরক্তি টুইটারে প্রকাশ করে সাইনা লেখেন, ‘‘কমনওয়েলথ গেমসের জন্য যখন গেলাম তখম বাবাকে অন্যতম কর্তা হিসেবে দলের সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গেমস ভিলেজে পৌঁছে দেখলাম কর্মকর্তাদের তালিকায় বাবার নাম নেই।’’ সাইনার বাবার পুরো খরচ সাইনা নিজেই ব্যয় করছেন বলেও তিনি জানিয়েছেন।

কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হল। সাইনার টুইটের পরেই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়ে দিল হরবীর সিংহ গেমস ভিলেজে থাকতে পারবেন। সাইনা পরে আইওএ-কে ধন্যবাদও জানান। আরও একটি টুইটে তিনি লেখেন, ‘‘আইওএ-কে ধন্যবাদ এই সমর্থনের জন্য। এত দ্রুত ওরা সব সমস্যার সমাধান করে দিয়েছে।’’

আরও পড়ুন বাবাকে মানা ক্ষুব্ধ সাইনা ’ ’ ’ ’ 🙏🙏

আরও পড়ুন বাবাকে মানা ক্ষুব্ধ সাইনা ’ ’ ’

আরও পড়ুন বাবাকে মানা ক্ষুব্ধ সাইনা ’ ’ ’ ’ 🙏🙏

আরও পড়ুন বাবাকে মানা ক্ষুব্ধ সাইনা ’ ’ ’ ’ 🙏🙏

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE