কেকেআরের সামনে ১৭৮ রানের টার্গেট দিয়েছিল সিএসকে। ১৪ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল নাইটরা। অনবদ্য ইনিংস খেললেন শুভমান গিল এবং অধিনায়ক দীনেশ কার্তিক। সুখের হল না ধোনির ইডেন জার্নি।
১৭৮ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল কেকেআর। প্রথম ওভারেই লুঙ্গি এলগিডি-র বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্রিস লিন (১২)। মাত্র ৬ রান করে আউট হন রবিন উথাপ্পাও। কেকেআর ব্যাটিং আজ এই রান টপকাতে পারবে কি না সেটাই ছিল বড় প্রশ্ন। পাওয়ার প্লে-এর শেষে কেকেআরের রান ছিল ২ উইকেটে ৫৬। এ দিন ২০ বলে ৩২ রান করেন আউট হন সুনীল নারিনও। রিঙ্কু সিংহ (১৬) ভাল শুরু করেও ব্যর্থ হন বড় রান করতে।
নারিন, রিঙ্কু ডাগ আউটে ফিরতেই কেকেআর ইনিংসের হাল ধরেন গিল এবং কার্তিক। ঝড়ের গতিতে রান তুলতে থাকেন দুই নাইট ব্যাটসম্যানই। ৭টা চার, একটা ছয় সমেত ১৮ বলে ৪৫ রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন কার্তিক। শুভমান গিল-কে আজ উপরে ব্যাট করতে পাঠিয়ে যে কোনও ভুল করেননি কার্তিক তা আজ প্রমাণ করে যান গিল। ৬টা চার, ২টো ছয় সমেত ৩৬ বলে অপরাজিত ৫৭ রানের এক অনবদ্য ইনিংস উপহার দেন গিল। ১৭.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন এই দুই ব্যাটসম্যান। ফলে ভাল নেট রান রেটও হাসিল করল কার্তিক বাহিনী। চেন্নাইয়ের কোনও ব্যাটসম্যানই আজ কেকেআর ব্যাটিংকে সমস্যায় ফেলতে পারেনি।