দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ লোকসভার অধিবেশনে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় গান ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি সংক্রান্ত বিতর্কের সূচনা করবেন তিনি। লোকসভায় এই আলোচনার জন্য ১০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পরে বলবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কংগ্রেসের তরফে গৌরব গগৈ এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া এই আলোচনায় যোগ দেবেন। ১৮৭৫ সালে ‘বন্দে মাতরম’ রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে এই গানই এক সময়ে জাতীয় চেতনার প্রতীক হয়ে উঠেছিল। বিজেপির অভিযোগ, ১৯৩৭ সালে এই গান থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশ বাদ দিয়ে দেয় তৎকালীন কংগ্রেস সরকার।
টানা পাঁচ দিন ধরে একের পর এক উড়ান বাতিল হচ্ছে ইন্ডিগোর। গত কালও অন্তত ৬৫০ উড়ান বাতিল হয়েছে। তবে নির্ধারিত সূচি মেনে চলেছে ১৬৫০টি উড়ান। ১৩৮টি গন্তব্যের মধ্যে ১৩৭টিতে পরিষেবা সচল রয়েছে বলে সংস্থার দাবি। ইতিমধ্যে যাত্রীদের টিকিটের ভাড়া বাবদ ৬১০ কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। যাত্রীদের মালপত্রও ফেরত দেওয়া হয়েছে। বুধবারের মধ্যে পরিষেবা আগের ছন্দে ফিরবে বলে আশাবাদী বিমানসংস্থা। আজ কী পরিস্থিতি হয়, নজর থাকবে সেই দিকে।
আজ কোচবিহার সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সব কর্মসূচি শেষে আগামিকাল কলকাতায় ফিরবেন তিনি ৷ এই সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি রাজনৈতিক জনসভাও করবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার পৌঁছে মমতা প্রথমে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করবেন ৷ সেই প্রশাসনিক বৈঠকে জেলার সামগ্রিক উন্নয়নের কাজের খতিয়ান নেবেন তিনি ৷ নবান্নের তরফে আগেই কোচবিহারের জেলা প্রশাসনকে এই বৈঠকের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ পাঠানো হয়েছে৷ বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাট, পানীয় জল এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির বর্তমান অবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হতে পারে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ফরম্যাটের সিরিজ়ের মধ্যে দু’টি খেলে ফেলেছে ভারত। টেস্টে চুনকাম হলেও এক দিনের সিরিজ়ে জিতেছে। এ বার লড়াই টি-টোয়েন্টিতে। আগামিকাল কটকে শুরু সিরিজ়। তার আগে ভারতীয় দলের প্রস্তুতির খবরে চোখ থাকবে।
সৈয়দ মুস্তাক আলিতে ছ’টি ম্যাচ খেলে ফেললেও প্রতিটিতে হেরেছে বিহার। আজ আবার ইডেনে নামছে বৈভব সূর্যবংশী। বিহার কি প্রথম জয় পাবে? উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ শুরু সকাল ৮.৩০টা থেকে। অন্য দিকে, হায়দরাবাদে হরিয়ানার বিরুদ্ধে নামছে বাংলা। তাদের লড়াই শীর্ষে ওঠার। বাংলার ম্যাচ শুরু সকাল ১১টা থেকে।
আগামী সাত দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। সর্বত্রই পারদ মোটের উপর অপরিবর্তিত থাকবে। নতুন করে তাপমাত্রা না কমলে জাঁকিয়ে শীত এখনই অনুভব করা যাচ্ছে না। তবে উত্তুরে হাওয়ার কারণে কুয়াশার সমস্যা দেখা দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। গতকাল এবং আজ উত্তরবঙ্গের সব জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে।