Advertisement
১৮ এপ্রিল ২০২৪
IPL 2018

ডু অর ডাই ম্যাচে কেমন হতে পারে মুম্বইয়ের প্রথম একাদশ

শুক্রবার রাতে তালিকার থার্ড বয় কিঙ্গস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হচ্ছেন রোহিত শর্মারা। ডু অর ডাই ম্যাচে কেমন হতে পারে মুম্বইয়ের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক এক নজরে।

শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ১৪:৪০
Share: Save:
০১ ১২
আটের মধ্যে ছয় ম্যাচ হেরে তারা এই মুহূর্তে টেবিলের একদম নীচে। প্লে অফের আশা সামান্যতম জিইয়ে রাখতে হলেও বাকি ম্যাচগুলির সবকটাতে জিততে হবে মুম্বইকে। এই অবস্থায় শুক্রবার রাতে তালিকার থার্ড বয় কিঙ্গস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হচ্ছেন রোহিত শর্মারা। ডু অর ডাই ম্যাচে কেমন হতে পারে মুম্বইয়ের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক এক নজরে।

আটের মধ্যে ছয় ম্যাচ হেরে তারা এই মুহূর্তে টেবিলের একদম নীচে। প্লে অফের আশা সামান্যতম জিইয়ে রাখতে হলেও বাকি ম্যাচগুলির সবকটাতে জিততে হবে মুম্বইকে। এই অবস্থায় শুক্রবার রাতে তালিকার থার্ড বয় কিঙ্গস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হচ্ছেন রোহিত শর্মারা। ডু অর ডাই ম্যাচে কেমন হতে পারে মুম্বইয়ের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক এক নজরে।

০২ ১২
সূর্যকুমার যাদব: বেঙ্গালুরুর বিরুদ্ধে দু’টি ম্যাচ বাদে সব ম্যাচে রান পেয়েছেন। আজ তাঁকে ভাল শুরু করতেই হবে। ছবি: পিটিআই।

সূর্যকুমার যাদব: বেঙ্গালুরুর বিরুদ্ধে দু’টি ম্যাচ বাদে সব ম্যাচে রান পেয়েছেন। আজ তাঁকে ভাল শুরু করতেই হবে। ছবি: পিটিআই।

০৩ ১২
এভিন লিউয়িস: তিনটি ম্যাচে রান পাননি। বাকি সব ম্যাচেই ওপেনিংয়ে ভাল রান পেয়েছেন এই ক্যারিবিয়ান। আজও তাঁর দিকে তাকিয়ে থাকবে মুম্বই। ছবি: এএফপি।

এভিন লিউয়িস: তিনটি ম্যাচে রান পাননি। বাকি সব ম্যাচেই ওপেনিংয়ে ভাল রান পেয়েছেন এই ক্যারিবিয়ান। আজও তাঁর দিকে তাকিয়ে থাকবে মুম্বই। ছবি: এএফপি।

০৪ ১২
ঈশান কিষাণ: তেমন একটা ফর্মে নেই। তবে যে দিন খেলেছেন, অসাধারণ ব্যাট করেছেন। আজকের ডু অর ডাই ম্যাচে খেলতেই হবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। ছবি: পিটিআই।

ঈশান কিষাণ: তেমন একটা ফর্মে নেই। তবে যে দিন খেলেছেন, অসাধারণ ব্যাট করেছেন। আজকের ডু অর ডাই ম্যাচে খেলতেই হবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। ছবি: পিটিআই।

০৫ ১২
রোহিত শর্মা: একটি ৯৪ এবং একটি অপরাজিত ৫৬, রোহিতের ব্যাটে রান বলতে এই দুই। আজ কিন্তু তাঁকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ছবি: এএফপি।

রোহিত শর্মা: একটি ৯৪ এবং একটি অপরাজিত ৫৬, রোহিতের ব্যাটে রান বলতে এই দুই। আজ কিন্তু তাঁকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ছবি: এএফপি।

০৬ ১২
জেপি ডুমিনি: গত ম্যাচে ভাল বল করলেও ব্যাট হাতে ব্যর্থ প্রোটিয়া অলরাউন্ডার। আজ তাঁর অল রাউন্ড পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দল। ছবি: এএফপি।

জেপি ডুমিনি: গত ম্যাচে ভাল বল করলেও ব্যাট হাতে ব্যর্থ প্রোটিয়া অলরাউন্ডার। আজ তাঁর অল রাউন্ড পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দল। ছবি: এএফপি।

০৭ ১২
হার্দিক পাণ্ড্য: গত ম্যাচের সেরা পারফর্মার। বল হাতে তিন উইকেট এবং হাফ সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি। ছবি: পিটিআই।

হার্দিক পাণ্ড্য: গত ম্যাচের সেরা পারফর্মার। বল হাতে তিন উইকেট এবং হাফ সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি। ছবি: পিটিআই।

০৮ ১২
ক্রুনাল পাণ্ড্য: বল হাতে যথেষ্ট ভাল ফর্মে আছেন ক্রুনাল। আজ তাঁর কাছে থেকে তেমনই একটা ভাল পারফর্ম্যান্স আশা করবে দল। ছবি: পিটিআই।

ক্রুনাল পাণ্ড্য: বল হাতে যথেষ্ট ভাল ফর্মে আছেন ক্রুনাল। আজ তাঁর কাছে থেকে তেমনই একটা ভাল পারফর্ম্যান্স আশা করবে দল। ছবি: পিটিআই।

০৯ ১২
বেন কাটিং: তিনটি ম্যাচ খেলেছেন টুর্নামেন্টে। এখনও সেই ভাবে জ্বলে ওঠেননি এই অজি অলরাউন্ডার। আজ তাঁর থেকে একটা ভাল পারফর্ম্যান্স আশা করবে দল।

বেন কাটিং: তিনটি ম্যাচ খেলেছেন টুর্নামেন্টে। এখনও সেই ভাবে জ্বলে ওঠেননি এই অজি অলরাউন্ডার। আজ তাঁর থেকে একটা ভাল পারফর্ম্যান্স আশা করবে দল।

১০ ১২
মিচেল ম্যাকক্লেনাঘ্যান: বল হাতে ভাল ফর্মে রয়েছেন। আজও তাঁর কাছে থেকে আগুনে স্পেল আশা করবে মুম্বই। ছবি: এএফপি।

মিচেল ম্যাকক্লেনাঘ্যান: বল হাতে ভাল ফর্মে রয়েছেন। আজও তাঁর কাছে থেকে আগুনে স্পেল আশা করবে মুম্বই। ছবি: এএফপি।

১১ ১২
ময়াঙ্ক মার্কণ্ডে: দুরন্ত ফর্মে রয়েছেন মুম্বইয়ের এই স্পিনার। তাঁকে খেলতে সমস্যায় পড়েছেন প্রায় সব ব্যাটসম্যানই। ছবি: এএফপি।

ময়াঙ্ক মার্কণ্ডে: দুরন্ত ফর্মে রয়েছেন মুম্বইয়ের এই স্পিনার। তাঁকে খেলতে সমস্যায় পড়েছেন প্রায় সব ব্যাটসম্যানই। ছবি: এএফপি।

১২ ১২
জসপ্রিত বুমরা: ধারাবাহিক ভাবে গোটা টুর্নামেন্টে ভাল বল করেছেন। আজকের ডু অর ডাই ম্যাচে প্রতিপক্ষকে বিধ্বস্ত করতে বুমরার দিকেই থাকিয়ে থাকবে দল। ছবি: এএফপি।

জসপ্রিত বুমরা: ধারাবাহিক ভাবে গোটা টুর্নামেন্টে ভাল বল করেছেন। আজকের ডু অর ডাই ম্যাচে প্রতিপক্ষকে বিধ্বস্ত করতে বুমরার দিকেই থাকিয়ে থাকবে দল। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE