Advertisement
১১ মে ২০২৪

নাইটদের বিরুদ্ধে কেমন হতে পারে ধোনিদের সম্ভাব্য একাদশ

দিল্লিকে গত ম্যাচে গুঁড়িয়ে ইডেনে আসছে ধোনি বাহিনী। বৃহস্পতিবার রাতে তারা মুখোমুখি ধারাবাহিকতার অভাবে ভোগা নাইটদের বিরুদ্ধে। গত ম্যাচে দু’শো তুলেও ধোনিদের ঘরের মাঠে হারতে হয়েছিল কার্তিকদের। এ বার লড়াই নাইটদের ঘরের মাঠ ইডেনে। এক নজরে দেখে নেওয়া যাক এ দিন রাতে কেমন হতে পারে ধোনিদের সম্ভাব্য একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ১৫:৪৬
Share: Save:
০১ ১২
দিল্লিকে গত ম্যাচে গুঁড়িয়ে ইডেনে আসছে ধোনি বাহিনী। বৃহস্পতিবার রাতে তারা মুখোমুখি ধারাবাহিকতার অভাবে ভোগা নাইটদের বিরুদ্ধে। গত ম্যাচে দু’শো তুলেও ধোনিদের ঘরের মাঠে হারতে হয়েছিল কার্তিকদের। এ বার লড়াই নাইটদের ঘরের মাঠ ইডেনে। এক নজরে দেখে নেওয়া যাক এ দিন রাতে কেমন হতে পারে ধোনিদের সম্ভাব্য একাদশ।

দিল্লিকে গত ম্যাচে গুঁড়িয়ে ইডেনে আসছে ধোনি বাহিনী। বৃহস্পতিবার রাতে তারা মুখোমুখি ধারাবাহিকতার অভাবে ভোগা নাইটদের বিরুদ্ধে। গত ম্যাচে দু’শো তুলেও ধোনিদের ঘরের মাঠে হারতে হয়েছিল কার্তিকদের। এ বার লড়াই নাইটদের ঘরের মাঠ ইডেনে। এক নজরে দেখে নেওয়া যাক এ দিন রাতে কেমন হতে পারে ধোনিদের সম্ভাব্য একাদশ।

০২ ১২
শেন ওয়াটসন: ব্যাট হাতে ভয়ঙ্কর ফর্মে রয়েছেন অজি অলরাউন্ডার। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৪০ বলে ৭৮ রান করেন। নাইটদের বিরুদ্ধে আগের ম্যাচে করেন ১৯ বলে ৪২ রান। আজও তাঁর কাছ থেকে একটা বিধ্বংসী শুরু চাইবে চেন্নাই। ছবি: এএফপি।

শেন ওয়াটসন: ব্যাট হাতে ভয়ঙ্কর ফর্মে রয়েছেন অজি অলরাউন্ডার। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৪০ বলে ৭৮ রান করেন। নাইটদের বিরুদ্ধে আগের ম্যাচে করেন ১৯ বলে ৪২ রান। আজও তাঁর কাছ থেকে একটা বিধ্বংসী শুরু চাইবে চেন্নাই। ছবি: এএফপি।

০৩ ১২
ফ্যাফ দু’প্লেসি: একেবারেই ছন্দে ছিলেন না দিল্লির বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলা ফ্যাফ। ৩৩ বলে ৩৩ করেন তিনি। এ দিন তাঁর কাছ থেকে একটা ভাল ইনিংস আশা করবে চেন্নাই। ছবি: এএফপি।

ফ্যাফ দু’প্লেসি: একেবারেই ছন্দে ছিলেন না দিল্লির বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলা ফ্যাফ। ৩৩ বলে ৩৩ করেন তিনি। এ দিন তাঁর কাছ থেকে একটা ভাল ইনিংস আশা করবে চেন্নাই। ছবি: এএফপি।

০৪ ১২
সুরেশ রায়না: নাইটদের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধেও রান পাননি। তবে ফর্মে ফেরার ইঙ্গিত রয়েছে এই বাঁহাতির ব্যাটে। ছবি: এএফপি।

সুরেশ রায়না: নাইটদের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধেও রান পাননি। তবে ফর্মে ফেরার ইঙ্গিত রয়েছে এই বাঁহাতির ব্যাটে। ছবি: এএফপি।

০৫ ১২
অম্বাতী রায়ুডু: অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন এই ডানহাতি। প্রায় প্রতি ম্যাচেই রান করছেন।  ছবি: এএফপি।

অম্বাতী রায়ুডু: অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন এই ডানহাতি। প্রায় প্রতি ম্যাচেই রান করছেন। ছবি: এএফপি।

০৬ ১২
মহেন্দ্র সিংহ ধোনি: দুরন্ত ফর্মে রয়েছেন মাহি। শেষ ম্যাচে করেছেন ২২ বলে ৫১। ছবি: এএফপি।

মহেন্দ্র সিংহ ধোনি: দুরন্ত ফর্মে রয়েছেন মাহি। শেষ ম্যাচে করেছেন ২২ বলে ৫১। ছবি: এএফপি।

০৭ ১২
রবীন্দ্র জাদেজা: দলের একমাত্র অফ ফর্মে থাকা ক্রিকেটার। ব্যাটে রান নেই এক দমই। বলেও নেই সেই ধার। আজ ব্যর্থ হলে দল থেকে বাদ পড়তে পারেন। ছবি: পিটিআই।

রবীন্দ্র জাদেজা: দলের একমাত্র অফ ফর্মে থাকা ক্রিকেটার। ব্যাটে রান নেই এক দমই। বলেও নেই সেই ধার। আজ ব্যর্থ হলে দল থেকে বাদ পড়তে পারেন। ছবি: পিটিআই।

০৮ ১২
ডোয়েন ব্রাভো: ধোনিদের দলের সবচেয়ে ইউটিলিটি ক্রিকেটার। বল বা ব্যাট, দলের প্রয়োজনে যে কোনও ভূমিকায় তৈরি তিনি। ছবি: এএফপি।

ডোয়েন ব্রাভো: ধোনিদের দলের সবচেয়ে ইউটিলিটি ক্রিকেটার। বল বা ব্যাট, দলের প্রয়োজনে যে কোনও ভূমিকায় তৈরি তিনি। ছবি: এএফপি।

০৯ ১২
কর্ণ শর্মা: গত ম্যাচে বল করার সুযোগ পাননি। তবে আগের দুই ম্যাচে ভাল বল করেছেন এই অলরাউন্ডার।

কর্ণ শর্মা: গত ম্যাচে বল করার সুযোগ পাননি। তবে আগের দুই ম্যাচে ভাল বল করেছেন এই অলরাউন্ডার।

১০ ১২
হরভজন সিংহ: বল হাতে ভাল ছন্দে আছেন ভাজ্জি। মাঝের ওভারগুলোতে তাঁকে খেলতে সমস্যায় পড়ছেন বেশির ভাগ ব্যাটসম্যানই। ছবি: এএফপি।

হরভজন সিংহ: বল হাতে ভাল ছন্দে আছেন ভাজ্জি। মাঝের ওভারগুলোতে তাঁকে খেলতে সমস্যায় পড়ছেন বেশির ভাগ ব্যাটসম্যানই। ছবি: এএফপি।

১১ ১২
শার্দুল ঠাকুর: গত ম্যাচে আসিফ ৩ ওভারে ৪৩ রান দেন। ফলে এ দিনের ম্যাচে তাঁর জায়গায় ফিরতে পারেন শার্দুল ঠাকুর।

শার্দুল ঠাকুর: গত ম্যাচে আসিফ ৩ ওভারে ৪৩ রান দেন। ফলে এ দিনের ম্যাচে তাঁর জায়গায় ফিরতে পারেন শার্দুল ঠাকুর।

১২ ১২
লুঙ্গি এনগিদি: বাবার মৃত্যুতে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন। আর ফিরেই দিল্লির বিরুদ্ধে অসাধারণ বল করেন এই পেসার।

লুঙ্গি এনগিদি: বাবার মৃত্যুতে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন। আর ফিরেই দিল্লির বিরুদ্ধে অসাধারণ বল করেন এই পেসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE