বিশাখাপত্তনমের এলিমিনেটরে দিল্লি ক্যাপিটালসের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১২ সালের পরে দিল্লি ক্যাপিটালস আবার পৌঁছেছে প্লে অফে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, বদলে যাওয়া দিল্লি ফাইনালেও যেতে পারে।
এলিমিনেটরের আগে দিল্লির উপদেষ্টা সৌরভ ও শিখর ধবন বিশাখাপত্তনমের সীমাচলমের মন্দিরে গিয়েছিলেন। মঙ্গলবার ছিল অক্ষয়তৃতীয়া। শুভ দিনে সীমাচলমের মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। সৌরভ ও ধবন সীমাচলমের মন্দিরে গিয়ে বেশ কয়েকটি ছবিও তোলেন। সেই ছবি আবার দিল্লির বাঁ হাতি ওপেনার ইনস্টাগ্রামে পোস্টও করেন।
আজকের এলিমিনেটরে দিল্লি পাচ্ছে না কাগিসো রাবাডাকে। কোমরের চোটে তিনি ফিরে গিয়েছেন এই প্রোটিয়া পেসার। অন্য দিকে সানরাইজার্স হায়দরাবাদ শিবির ছেড়ে চলে গিয়েছেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। অর্থাৎ দুটো দলই শক্তি হারিয়েছে ম্যাচের আগে।
আরও খবর: টস জিতলে ধোনির কি ব্যাটিং নেওয়া উচিত? প্রশ্ন এ বার আইআইটিতে
আরও খবর: জিভাকে অপহরণের ‘হুমকি’, টুইটে সতর্কবার্তা ধোনিকে
গত রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ায় সানরাইজার্সের সামনে প্লে অফের দরজা খুলে যায়। সৌরভের দিল্লি কী করে, তা দেখার অপেক্ষায় সবাই।