Advertisement
E-Paper

ইডেনে সব ম্যাচ না হলে খুবই খারাপ লাগবে, বলছেন কার্তিক

এ দিনই আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষণা করা হয়েছে। তবুও লোকসভা নির্বাচনের জন্য বেশ কয়েকটি ম্যাচ নিরপেক্ষ স্থানে হওয়ার সম্ভাবনা থাকছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫৪
চ্যাম্পিয়ন: খুদে ক্রিকেটারদের সঙ্গে কার্তিক ও নায়ার। ছবি: সুদীপ্ত ভৌমিক

চ্যাম্পিয়ন: খুদে ক্রিকেটারদের সঙ্গে কার্তিক ও নায়ার। ছবি: সুদীপ্ত ভৌমিক

আইপিএল সূচি ঘোষণার আগে থেকেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। আইপিএল খেলা ক্রিকেটারেরা কি পর্যাপ্ত বিশ্রাম পাবেন বিশ্বকাপের আগে? ভারতীয় বোর্ড এবং নির্বাচকেরা এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্বকাপের আগে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম যাতে পান, সে দিকটা দেখা দরকার। যদিও এখনও পর্যন্ত এ ব্যাপারে ভারতীয় বোর্ডের তরফে আইপিএল দলগুলোকে কোনও নির্দেশ পাঠানো হয়নি বলে জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর। পাশাপাশি বেঙ্কি এও মনে করেন, আইপিএল ফাইনাল এবং বিশ্বকাপ শুরুর মাঝে দিন পনেরো সময় থাকার ফলে ক্রিকেটারদের সমস্যা হবে না।

মঙ্গলবার ইডেনে বেঙ্কি বললেন, ‘‘বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০মে। আইপিএলের ফাইনাল ১২মে। সেখানে মাত্র দু’টি দলই খেলবে। প্লে-অফেও সব দলের ক্রিকেটারেরা থাকবেন না। সুতরাং প্রতিযোগিতায় যোগ দেওয়া প্রত্যেক ক্রিকেটারকে শেষ দিন পর্যন্ত খেলতে হচ্ছে না। তাই আমার মনে হয় না, ক্লান্তি কোনও সমস্যা তৈরি করবে।’’

ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার ব্যাপারে বোর্ড বা জাতীয় নির্বাচকদের কেউ কি আইপিএল দলগুলোর সঙ্গে কথা বলেছে? বেঙ্কি বললেন, ‘‘আমরা এ রকম কিছু শুনিনি। তা ছাড়া বিশ্বকাপ শুরু হওয়ার বেশ কিছু দিন আগেই শেষ হচ্ছে আইপিএল। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। বিশ্রামের সময়ও অনেক দিন পাচ্ছে ক্রিকেটারেরা।’’ কেকেআর থেকে কুলদীপ যাদব নিশ্চিত ভাবেই বিশ্বকাপের দলে সুযোগ পাচ্ছেন। দৌড়ে আছেন দীনেশ কার্তিকও।

খেলুন আইপিএল নিয়ে কুইজ

নারাইনদের প্রথম চার প্রতিপক্ষ

• ২৪ মার্চ: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা, বিকেল)
• ৩০ মার্চ: দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স (দিল্লি, রাত)
• ৫ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স (বেঙ্গালুরু, রাত)

এ দিনই আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষণা করা হয়েছে। তবুও লোকসভা নির্বাচনের জন্য বেশ কয়েকটি ম্যাচ নিরপেক্ষ স্থানে হওয়ার সম্ভাবনা থাকছে। বেঙ্কিও সে বিষয়কে উড়িয়ে দিচ্ছেন না। বলছেন, ‘‘নিরপেক্ষ স্থানে ম্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ইডেনে যত বেশি ম্যাচ পাব, ততই ভাল। এ রকম দর্শক সমর্থন আর কোথাও পাওয়া যাবে না।’’

ইডেনে বীর-জ়ারা

তাঁদের আকর্ষণ বরাবরই অমোঘ। কলকাতার ক্রিকেটপ্রেমীরা প্রহর গুনতে শুরু করেছেন শাহরুখ খান ও প্রীতি জ়িন্টাকে দেখার জন্য। এখনও পর্যন্ত ২৩ বারের সাক্ষাতে কেকেআর-এর জয় ১৫। ৮ বার জয়ী কিংস ইলেভেন পঞ্জাব। ফল যাই হোক, দুই বলিউড তারকার উচ্ছ্বলতাই সেরা আকর্ষণ এই ম্যাচে।

বেঙ্কির সঙ্গে একমত কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকও। তিনি বললেন, ‘‘৬০ হাজার দর্শকের সামনে খেলার মজাই অন্য রকম। দর্শকদের উন্মাদনাই দলকে দ্বিগুণ চাঙ্গা করে দেয়। এখানে খেলতে না পারলে খুবই খারাপ লাগবে।’’

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন দীনেশ কার্তিক। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন দিল্লির তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া সিরিজের পরেই শুরু আইপিএল। সেখানে ভাল খেলতে পারলে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে কার্তিকের কাছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নিজের ক্রিকেট-ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে চান না। আপাতত কেকেআর-কে জেতানোই লক্ষ্য তাঁর। কার্তিক বললেন, ‘‘নতুন মরসুম। নতুন করে দল গড়া হয়েছে। গত বার আমাদের দলে যা খামতি ছিল, এ বার তা পূরণ করার চেষ্টা করা হয়েছে।’’

প্রথম দুই সপ্তাহের আকর্ষণ

• ২৪ মার্চ: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস
(মুম্বই, রাত)
• ২৫ মার্চ: রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পঞ্জাব (জয়পুর, রাত )
• ২৬ মার্চ: দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস (দিল্লি, রাত)
• ২৮ মার্চ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (বেঙ্গালুরু, রাত)
• ২৯ মার্চ: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (হায়দরাবাদ, রাত)
• ৩০ মার্চ: কিংস ইলেভেন পঞ্জাব বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মোহালি, বিকেল)
• ৩১ মার্চ: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (হায়দরাবাদ, বিকেল)
• ৩১ মার্চ: চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস (চেন্নাই, রাত)
• ১ এপ্রিল: কিংস ইলেভেন পঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালস (মোহালি, রাত)
• ২ এপ্রিল: রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (জয়পুর, রাত)
• ৩ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (মুম্বই, রাত)
• ৪ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (দিল্লি, রাত)


* সম্ভাব্য আ‌ংশিক সূচি

মঙ্গলবারে ঘোষিত সূচি অনুযায়ী ২৪ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনেই কলকাতার প্রথম ম্যাচ। তার দশ দিন আগে থেকে শিবির শুরু করবে কেকেআর। তবে সেই শিবির কলকাতায় হবে, না কি মুম্বইয়ে শুরু হবে, সে বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বেঙ্কির কথায়, ‘‘কোন ক্রিকেটারকে কখন পাওয়া যাবে, তার উপরেই নির্ভর করছে প্রস্তুতি শিবিরের স্থান। মার্চের ১২, ১৩ তারিখ শিবির শুরু করার কথা রয়েছে। হয়তো মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে প্রথম কয়েক দিন শিবির করা হবে। তার পরে চলে আসা হবে কলকাতায়। সেখানেই চূড়ান্ত প্রস্তুতি হবে।’’

Eden Garden Stadium IPL 2019 IPL Cricket Cricketer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy