Advertisement
১৯ মে ২০২৪

ইডেনের পিচ নিয়ে ক্ষোভ যাচ্ছে না নাইট শিবিরের

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলেও পিচ নিয়ে ক্ষোভ থাকছে নাইট শিবিরে। কেকেআর সিইও বেঙ্কি মাইসোরকে প্রশ্ন করা হয়েছিল, আগামী মরসুমে ইডেনের পরিবর্তে অন্য মাঠে ঘরের ম্যাচ তাঁরা নিয়ে যেতে চান কি না।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০৪:৫৩
Share: Save:

ঘরের মাঠে আর কোনও ম্যাচ নেই কলকাতা নাইট রাইডার্সের। শেষ দু’ম্যাচই বাইরে। শুক্রবার মোহালিতে প্রতিপক্ষ কিংস ইলেভেন পঞ্জাব। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। পরিস্থিতি অনুযায়ী শেষ দু’ম্যাচই জিততে হবে নাইটদের। তার পরে তাকিয়ে থাকতে হবে হায়দরাবাদ, পঞ্জাব ও রাজস্থানের ফলের দিকে। কিন্তু নাইট শিবিরের বক্তব্য, ইডেনের পিচ থেকে সুবিধা পেলে এই অবস্থা হত না।

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলেও পিচ নিয়ে ক্ষোভ থাকছে নাইট শিবিরে। কেকেআর সিইও বেঙ্কি মাইসোরকে প্রশ্ন করা হয়েছিল, আগামী মরসুমে ইডেনের পরিবর্তে অন্য মাঠে ঘরের ম্যাচ তাঁরা নিয়ে যেতে চান কি না। বেঙ্কি জানান, দর্শকদের সমর্থনে কোনও অভাব নেই। কিন্তু পিচ যদি সামান্য সহায়তা করত, তা হলে ফল অন্য রকম হতে পারত।

সোমবার নাইট গল্‌ফে সাংবাদিক বৈঠকে বেঙ্কি বলেন, ‘‘আমরা কলকাতার দল। ইডেনই ঘরের মাঠ। ব্যর্থতার পরেও দর্শকেরা পাশে দাঁড়িয়েছেন। প্রত্যেক ম্যাচে গ্যালারি ভর্তি হয়েছে। ইডেন ছেড়ে বাইরে খেলার কোনও চিন্তাও করছি না। তবে ঘরের মাঠের সুবিধা সব দলের কাছেই প্রয়োজন। তাতে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে।’’

কিন্তু হঠাৎ ঘরের মাঠ বদলানোর প্রশ্ন উঠল কেন? শোনা গিয়েছে, পিচ থেকে সে রকম সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ নাইট শিবির। তাই আগামী মরসুমে কয়েকটি ম্যাচ কটক বা রাঁচীতে নিয়ে যাওয়ার কথা উঠেছিল। কিন্তু ইডেনে ৬৮ হাজার দর্শকদের টিকিট বিক্রি করে যা আয় হয়, তা রাঁচী বা কটকে পাওয়া সম্ভব নয়। রাঁচীর জেএসসিএ স্টেডিয়ামের আসন সংখ্যা ৩৯ হাজার। কটকের বরাবাটি স্টেডিয়ামে ৪৫ হাজার। তা ছাড়া কলকাতার ম্যাচ দেখার জন্য নিয়মিত স্টেডিয়াম ভর্তি নাও হতে পারে। তাই মাঠ পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে চান না সিইও।

কিন্তু পিচ নিয়ে সন্তুষ্ট যে হতে পারেননি, তা বুঝিয়ে দেন বেঙ্কি। বলেন, ‘‘কিউরেটর, সিএবি ও সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করা হবে। জানানো হবে ঘরের মাঠের কিছু সুবিধা প্রয়োজন। সুবিধা থাকা তো খারাপ কিছু নয়। ঘরের মাঠের সুবিধা পেলেই প্রতিযোগিতা আরও ভাল হয়। বিষয়টি অদ্ভুত যে, এই পিচ থেকে সে রকম সুবিধা আমরা পাইনি।’’

নাইটদের শক্তি স্পিন বিভাগ। যেখানে কুলদীপ যাদব, সুনীল নারাইন, পীযূষ চাওলা, কে সি কারিয়াপ্পারা রয়েছেন। কিন্তু ইডেনের পিচ পেস-সহায়ক। নাইট শিবিরে উপযুক্ত পেসার না থাকায় ঘরের মাঠে সাত ম্যাচের চারটিতে হারতে হয়েছে। কিন্তু চেন্নাই, হায়দরাবাদ ঘরের মাঠে পছন্দের পিচ পাচ্ছে। এম এ চিদম্বরম স্টেডিয়ামে ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিই জিতেছে চেন্নাই। উপ্পল স্টেডিয়ামে ছ’টির মধ্যে চারটি জিতেছে সানরাইজার্স। কিন্তু ইডেনে সেই সুবিধা না পেয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কলকাতার দলের।

সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়াকে প্রশ্ন করা হয়, নাইটরা কেন ইডেনে উপযুক্ত পিচ পাচ্ছে না। তাঁর উত্তর, ‘‘আইপিএলের নিয়ম অনুযায়ী পিচ তৈরির দায়িত্ব ফ্র্যাঞ্চাইজির নয়। নির্দিষ্ট ক্রীড়াসংস্থাই সেই দায়িত্ব নেয়।’’ তা হলে কেন পিচ স্পিন-সহায়ক করা গেল না? অভিষেকের ব্যাখ্যা, ‘‘ইডেনে টি-টোয়েন্টি ম্যাচে আসন ভর্তি হয় বড় রান দেখার জন্য। তাই ব্যাটিং উইকেট করার চেষ্টা হয়েছে।’’

ইডেনে যে ক’টি ম্যাচ হয়েছে তাতে দেখা গিয়েছে, প্রথমে ব্যাট করা দলের সর্বনিম্ন স্কোর ১৬১। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যা করেছিল কেকেআর। সর্বোচ্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৩২ রান। কিন্তু ইডেনেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্পিনারদের দাপটে হেরেছিল নাইটরা। ইমরান তাহির ২৭ রানে চার উইকেট নিয়েছিলেন। ভাল বল করেছিলেন মিচেল স্যান্টনারও। অথচ কিছু দিন আগে কুলদীপ যাদব বলেছিলেন, ‘‘ইডেনের পিচ থেকে স্পিনাররা আগের মতো সাহায্য পায় না। কয়েক বছরে পিচের চরিত্র বদলেছে।’’

নাইট স্পিনাররা এ বার অবশ্য সফল হতে পারেননি। ১০ ম্যাচে ১০ উইকেট নিয়ে নাইট স্পিনারদের তালিকার শীর্ষে সুনীল নারাইন। ১২ ম্যাচে ১০ উইকেট পীযূষ চাওলার। কুলদীপ যাদবের অবস্থা শোচনীয়। ৯ ম্যাচে মাত্র চার উইকেট তাঁর। ভারতের বিশ্বকাপ দলের মূল স্পিনারকে প্রথম একাদশেই খেলাতে পারছে না কেকেআর। তা হলে কি দলগঠনেই গলদ থেকে গেল?

কোচ জাক কালিসের ব্যাখ্যা, ‘‘গত দু’বছরে পিচের চরিত্র বদলেছে। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। কিন্তু ম্যাচের সময় দু’টি দল একই উইকেটে খেলে। আসল সময়ে ছন্দ হারিয়েই হয়তো এই পরিস্থিতি তৈরি হয়েছে।’’

এ দিকে কেকেআরে বাংলার ক্রিকেটারদের না নেওয়া নিয়ে নাইট সিইও বলেন, ‘‘এর আগেও বাংলার অনেকে খেলেছে। আশা করব, ভবিষ্যতেও অনেকে সুযোগ পাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket KKR Eden Gardens Cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE