Advertisement
২৩ অক্টোবর ২০২৪
Cricket

হায়দরাবাদে মহারণ, শেষ যুদ্ধ জিততে কোন ১১ যোদ্ধাকে মাঠে নামাতে পারেন ক্যাপ্টেন কুল

মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আবারও আগ্রাসী ফর্মে। কোচ স্টিভন ফ্লেমিংও টিম সাজাচ্ছেন যত্ন নিয়েই। আজ মুম্বইয়ের বিরুদ্ধে জিতেলই ফের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মহারণে কোন ১১ জনকে মাঠে নামাবে তাঁরা?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০১৯ ০৮:১২
Share: Save:
০১ ১২
মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আবারও আগ্রাসী ফর্মে। কোচ স্টিভন ফ্লেমিংও টিম সাজাচ্ছেন যত্ন নিয়েই। আজ মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেই ফের চ্যাম্পিয়ন হবে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে টানা তিন বার মুম্বইয়ের কাছে হারা চেন্নাই আজকের মহারণে কোন ১১ জনকে মাঠে নামাতে পারে?

মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আবারও আগ্রাসী ফর্মে। কোচ স্টিভন ফ্লেমিংও টিম সাজাচ্ছেন যত্ন নিয়েই। আজ মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেই ফের চ্যাম্পিয়ন হবে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে টানা তিন বার মুম্বইয়ের কাছে হারা চেন্নাই আজকের মহারণে কোন ১১ জনকে মাঠে নামাতে পারে?

০২ ১২
শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ফ্যাফ ডু প্লেসির অসাধারণ ব্যাটিংয়ের পর ওপেনটা তাঁকে দিয়েই করানোর কথা চেন্নাইয়ের। দিল্লির বিরুদ্ধে ৩৯ বলে ৫০ রান করেন তিনি।

শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ফ্যাফ ডু প্লেসির অসাধারণ ব্যাটিংয়ের পর ওপেনটা তাঁকে দিয়েই করানোর কথা চেন্নাইয়ের। দিল্লির বিরুদ্ধে ৩৯ বলে ৫০ রান করেন তিনি।

০৩ ১২
সঙ্গে রয়েছেন শেন ওয়াটসন। যোগ্য সঙ্গত দিয়েছিলেন গত ম্যাচে। ৩২ বলে ৫০ রান করেন তিনি। ধোনিদের পরিকল্পনা, পাওয়ার প্লে-তে উইকেট দেওয়া চলবে না। তাই এই দু’জনেই নামতে পারেন ওপেন করতে।

সঙ্গে রয়েছেন শেন ওয়াটসন। যোগ্য সঙ্গত দিয়েছিলেন গত ম্যাচে। ৩২ বলে ৫০ রান করেন তিনি। ধোনিদের পরিকল্পনা, পাওয়ার প্লে-তে উইকেট দেওয়া চলবে না। তাই এই দু’জনেই নামতে পারেন ওপেন করতে।

০৪ ১২
তিন নম্বরে নামতে পারেন সুরেশ রায়না। আইপিএলে অন্যতম সেরা পারফরমার আজ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন, তা বলাই বাহুল্য।

তিন নম্বরে নামতে পারেন সুরেশ রায়না। আইপিএলে অন্যতম সেরা পারফরমার আজ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন, তা বলাই বাহুল্য।

০৫ ১২
অম্বাতী রায়ুডু মিডল অর্ডারের অন্যতম ভরসা। উইকেটে টিকে থেকে ভরসা দিতে পারেন রায়ুডু। গত ম্যাচে ২০ রানে অপরাজিত ছিলেন।

অম্বাতী রায়ুডু মিডল অর্ডারের অন্যতম ভরসা। উইকেটে টিকে থেকে ভরসা দিতে পারেন রায়ুডু। গত ম্যাচে ২০ রানে অপরাজিত ছিলেন।

০৬ ১২
পাঁচ নম্বরে নামার কথা দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, অধিনায়ক, উইকেটকিপার মহেন্দ্র সিংহ ধোনির। ক্যাপ্টেন কুলের হাত ধরে এর আগেও চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে।

পাঁচ নম্বরে নামার কথা দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, অধিনায়ক, উইকেটকিপার মহেন্দ্র সিংহ ধোনির। ক্যাপ্টেন কুলের হাত ধরে এর আগেও চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে।

০৭ ১২
ছয় নম্বরে নামার কথা ডোয়েন ব্রাভোর। মিডল অর্ডারে দ্রুত গতিতে রান তোলার ক্ষমতা রাখেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

ছয় নম্বরে নামার কথা ডোয়েন ব্রাভোর। মিডল অর্ডারে দ্রুত গতিতে রান তোলার ক্ষমতা রাখেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

০৮ ১২
রবীন্দ্র জাডেজা নামতে পারেন সাত নম্বরে। অলরাউন্ডার জাডেজা ফর্মে থাকলে ব্যাটে বলে এমনিতেই এগিয়ে থাকবে সিএসকে।

রবীন্দ্র জাডেজা নামতে পারেন সাত নম্বরে। অলরাউন্ডার জাডেজা ফর্মে থাকলে ব্যাটে বলে এমনিতেই এগিয়ে থাকবে সিএসকে।

০৯ ১২
আট নম্বরে নামতে পারেন হরভজন সিংহ। তাঁর অভিজ্ঞতা দলের সম্পদ। তাঁর হাতে বল থাকলে বিপক্ষের ব্যাটসম্যানদের ভয় ধরবেই।

আট নম্বরে নামতে পারেন হরভজন সিংহ। তাঁর অভিজ্ঞতা দলের সম্পদ। তাঁর হাতে বল থাকলে বিপক্ষের ব্যাটসম্যানদের ভয় ধরবেই।

১০ ১২
নয় নম্বরে নামতে পারেন দীপক চাহার। পেসার চাহার গতিতে বিপক্ষকে চমকে দিয়েছেন বিগত ম্যাচগুলিতে। গত ম্যাচে পন্থের মূল্যবান উইকেট পান তিনি।

নয় নম্বরে নামতে পারেন দীপক চাহার। পেসার চাহার গতিতে বিপক্ষকে চমকে দিয়েছেন বিগত ম্যাচগুলিতে। গত ম্যাচে পন্থের মূল্যবান উইকেট পান তিনি।

১১ ১২
দশ নম্বরে নামতে পারেন ইমরান তাহির। তাঁর অভিজ্ঞতা, তাঁর বোলিং সবটাই দলের অন্যতম সম্পদ। দুরন্ত ফর্মে থাকা তাহিরের মতো বোলার থাকা মানে এমনিতেই আত্মবিশ্বাসী থাকবে টিম।

দশ নম্বরে নামতে পারেন ইমরান তাহির। তাঁর অভিজ্ঞতা, তাঁর বোলিং সবটাই দলের অন্যতম সম্পদ। দুরন্ত ফর্মে থাকা তাহিরের মতো বোলার থাকা মানে এমনিতেই আত্মবিশ্বাসী থাকবে টিম।

১২ ১২
এগারো নম্বরে নামতে পারেন শার্দূল ঠাকুর। ম্যাচ জেতার প্রধান শর্তই হল দ্রুত বিপক্ষের উইকেট তুলে নেওয়া। শার্দূল তা পারবেন বলেই মনে করা হচ্ছে।

এগারো নম্বরে নামতে পারেন শার্দূল ঠাকুর। ম্যাচ জেতার প্রধান শর্তই হল দ্রুত বিপক্ষের উইকেট তুলে নেওয়া। শার্দূল তা পারবেন বলেই মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE