Advertisement
২০ মে ২০২৪

কুলদীপ ঠিক ঘুরে দাঁড়াবে, চায়নাম্যানের পাশে দাঁড়িয়ে বললেন সৌরভ

সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে সৌরভ বলেছেন, ‘‘ইডেনের পিচে কোনও বোলারই ভাল বল করতে পারেনি। ২২০-২৩০ রান উঠেছে। স্কোরগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন।’’

আশাবাদী: কুলদীপের পাশেই থাকছেন সৌরভ। পিটিআই

আশাবাদী: কুলদীপের পাশেই থাকছেন সৌরভ। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০৩:৫২
Share: Save:

চলতি আইপিএলে কুলদীপ যাদবের ব্যর্থতা নিয়ে অনেক কথা উঠছে। নয় ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই চায়নাম্যান বোলার। যার পরে দল থেকেও বাদ পড়েন তিনি। সেই কুলদীপের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক বলছেন, টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে কোনও বোলারকে বিচার করা উচিত নয়।

এ বারের ইডেনের পিচে যে স্পিনাররা সাহায্য পাচ্ছেন না, তা আগেই বলেছিলেন কুলদীপ। তাঁর মন্তব্য ছিল, গত কয়েক বছরে ইডেনের পিচের চরিত্র বদলে গিয়েছে, আগের মতো স্পিনাররা আর সাহায্য পায় না। ঘরের মাঠের পিচ থেকে যে তারা সুবিধা পায়নি, সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে নাইট শিবির থেকে। ইডেনেই কুলদীপের এক ওভারে মইন আলি ২৮ রান নিয়েছিলেন।

কুলদীপের এই খারাপ ফর্ম কি বিশ্বকাপে ভারতের জন্য চিন্তার বিষয় নয়? সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে সৌরভ বলেছেন, ‘‘ইডেনের পিচে কোনও বোলারই ভাল বল করতে পারেনি। ২২০-২৩০ রান উঠেছে। স্কোরগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন।’’ এর পরেই কেকেআরের চায়নাম্যান বোলারকে নিয়ে সৌরভ বলেছেন, ‘‘কুলদীপের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই। মাঝে মাঝে আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের নিরিখে বোলারদের বিচার করি। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। বিশেষ করে স্পিনারদের ক্ষেত্রে। কুলদীপ ঠিক ঘুরে দাঁড়াবে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিশ্বকাপ দলে অম্বাতি রায়ডু, ঋষভ পন্থকে না রাখা নিয়ে বিতর্ক হয়েছে। রায়ডুর বদলে বিজয় শঙ্কর আর ঋষভের বদলে দীনেশ কার্তিককে দলে রাখেন নির্বাচকেরা। শঙ্করকে নিয়ে সৌরভের মন্তব্য, ‘‘বিজয় শঙ্কর ভালই করবে। ওর বোলিং কাজে আসবে। ওকে নিয়ে এত নেতিবাচক কথা বলার কোনও প্রয়োজন নেই। অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ড সফরে ভাল খেলেই ও দলে ঢুকেছে।’’ আর ঋষভের উদ্দেশে একটা কথাই বলতে চান সৌরভ, ‘‘পন্থ হয়তো বিশ্বকাপ দলে থাকতে পারত। কিন্তু ওর হতাশ হওয়ার কিছু নেই। ওর মাত্র ২০ বছর বয়স। বেশ কয়েকটা বিশ্বকাপ খেলবে পন্থ।’’

সিএবি প্রেসিডেন্ট সৌরভ এ বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টাও। কেকেআরকে যেখানে প্লে-অফে ওঠার জন্য কঠিন লড়াই করতে হচ্ছে, সেখানে দিল্লি ইতিমধ্যেই প্লে-অফের টিকিট পেয়ে গিয়েছে। দিল্লির ক্রিকেটারদের নিয়ে সৌরভ বলেছেন, ‘‘দলের সবাই ভাল খেলছে। সে কারণে আজ আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। শিখর (ধওয়ন) অসাধারণ খেলছে। দিল্লির বাইরে, যেখানে যেখানে ভাল পিচ পেয়েছে পন্থ রান করেছে। শ্রেয়স (আইয়ার) তরুণ অধিনায়ক হিসেবে দলটা খুব ভাল সামলেছে। দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’’ ছয় বছর পরে আবার প্লে-অফে উঠেছে দিল্লি। সৌরভের মুখে শোনা যাচ্ছে বোলারদের প্রশংসাও। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘ইশান্ত শর্মা যেন নতুন করে নিজেকে চেনাচ্ছে। অনেকেই বলত, ও টেস্ট ম্যাচের বোলার। কিন্তু কেরিয়ারের এই সময়ে ইশান্ত বুঝিয়ে দিল, টি-টোয়েন্টিতে সফল হওয়ার ক্ষমতাও আছে ওর। তা ছাড় কাগিসো রাবাডা, অক্ষর পটেলরাও

অসাধারণ খেলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE