কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিধ্বংসী স্পেলের নায়ক মহম্মদ সিরাজের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ডেল স্টেন।
মূলত সিরাজের দাপটে বুধবার প্রথমে ব্যাট করে কলকাতা থেমে যায় মাত্র ৮৪ রানে। মহম্মদ সিরাজ নেন ৩ উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইউটিউব চ্যানেলে পোস্ট হওয়া ভিডিয়োতে স্টেন বলেছেন, “শারজায় কলকাতার বিরুদ্ধে আগের সাক্ষাতেই রান দিয়েছিল সিরাজ। সেখান থেকে এই প্রত্যাবর্তন ওর চারিত্রিক দৃঢ়তাকেই তুলে ধরছে। একই সঙ্গে ও কী মানসিকতার খেলোয়াড়, সেটাও প্রতিফলিত। ওয়েল ডান। এই ম্যাচে আমাদের সব কিছু ঠিকঠাক হয়েছে।”
আরসিবি-র প্রথম দিকের ম্যাচে স্টেন খেললেও এখন তাঁর জায়গা হচ্ছে না প্রথম এগারোয়। পার্থিব পটেলের সঙ্গে কথোপকথনে স্টেন বলেছেন যে নবীনদের সঙ্গে জ্ঞান ভাগাভাগি করে নেওয়ার মধ্যে আনন্দ পাচ্ছেন তিনি। প্রোটিয়া পেসারের কথায়, “এই সাফল্যের সব কৃতিত্ব নিতে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব নয়। এখানে প্রত্যেকেই শিখতে উদগ্রীব। তরুণ ব্যাটসম্যানরা শিখছে বিরাট কোহালি ও এবি ডিভিলিয়ার্সের থেকে। বোলাররা কথা বলছে ক্রিস মরিস আর আমার সঙ্গে। নিজেদের জ্ঞান ভাগাভাগি করে নিতে ভাল লাগছে।”
আরও পড়ুন: ‘ম্যাকালাম পদত্যাগপত্র লিখছেন’, লজ্জার হারের ম্যাচে ট্রোলড নাইট কোচ
আরও পড়ুন: লজ্জার হার কলকাতার, ব্যাঙ্গালোর জিতল ৮ উইকেটে