৫৫ বছরে পা দিলেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। 'কিং খান'কে জন্মদিনের সেরা উপহার রবিবার রাতেই দিয়েছেন দীনেশ কার্তিক, অইন মর্গ্যানরা। রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফের দৌড়ে এখনও রয়েছে শাহরুখের দল।
এসআরকে-র জন্মদিনে কেকেআরের তরফে পোস্ট করা হয়েছে একটি স্পেশ্যাল ভিডিয়ো। সেই ভিডিয়োয় বাদশার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন নাইটরা।
দীনেশ কার্তিক বলছেন, "বালিতে অটোচালক আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি ভারত থেকে এসেছো? শাহরুখ খান, প্রীতি জিন্টা, বীর-জারা। বুঝেছিলাম ওখানেও শাহরুখ দারুণ জনপ্রিয়।"
আরও পড়ুন: মর্গ্যান ঝড়, কামিন্স ম্যাজিক না কার্তিকের ক্যাচ, কোন মন্ত্রে জয় পেল কলকাতা