আইপিএলের শেষ লগ্নে এসে চমক দেখাল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল তিন বারের চ্যাম্পিয়নরা। রবিবার কিংস ইলেভেন পঞ্জাবকে হারাল চেন্নাই। আর তার ফলে প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেল পঞ্জাবের। প্রথমে ব্যাট করে পঞ্জাব করেছিল ৬ উইকেটে ১৫৩ রান। দলের প্রয়োজনে জ্বলে ওঠেন দীপক হুডা। ৩০ বলে ৬২ রানে অপরাজিত থেকে যান তিনি। অথচ এক সময়ে মনে হয়েছিল আরও কম রানে শেষ হয়ে যাবেন লোকেশ রাহুলরা। প্রথম ৬ ওভারের পরে ম্যাচের রং বদলে যায়। পর পর উইকেট যেতে থাকে পঞ্জাবের। রান তোলার গতি কমে যায়। পঞ্জাবের তারকা ব্যাটসম্যানরা আসল সময়ে ব্যর্থ হন। এই পরিস্থিতিতে দীপক হুডা রুখে দাঁড়ান। পাল্টা মারের খেলা শুরু করেন। তাঁর জন্যই শেষ পর্যন্ত লড়াই করার মতো রান করতে পারে পঞ্জাব।
রান তাড়া করতে নেমে বেশ ভাল শুরু করে চেন্নাই। ফ্যাফ দু' প্লেসি এবং রুতুরাজ গায়কোয়াড় ৮২ রান করার পরে প্রথম উইকেট হারায়। ৪৮ রানে দু' প্লেসিকে আউট করেন জর্ডন। ইনিংস এগিয়ে নিয়ে যান গায়কোয়াড় ও অম্বতি রায়ুডু। রুতুরাজকে শান্ত রাখতে পারেননি পঞ্জাব বোলাররা। টানা তিনটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন তিনি। এ দিন ৬২ রানের দুরন্ত ইনিংস খেলেন রুতুরাজ। দু' প্লেসি আউট হওয়ার পরে রুতুরাজের সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ গড়েন রায়ুডুও (৩০)। ১৮.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই।
চোট সারিয়ে এ দিন পঞ্জাবের প্রথম একাদশে ফেরেন ময়ঙ্ক আগরওয়াল। লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে শুরুটা ভালই করেছিলেন ময়ঙ্ক। ৪৮ রানে প্রথম উইকেট পড়ে পঞ্জাবের। এনগিডির প্রথম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন ময়ঙ্ক (২৬)। তার আগে অবশ্য দ্রুত রান করছিলেন তিনি।ময়ঙ্ক ফেরার পরে রান তোলার গতি কমে যায় পঞ্জাবের। লোকেশ রাহুলকে (২৯) দুর্দান্ত স্লোয়ারে বোল্ড করেন এনগিডি। অন্য দিকে শার্দুল ঠাকুরের বলে ধোনির হাতে তালুবন্দি হন নিকোলাস পুরান (২)। ইমরান তাহির এলবিডব্লিউ করেন ক্রিস গেলকে (১২)। গেলের উপরে নির্ভর করেছিল পঞ্জাব শিবির। আসল সময়ে গেল ব্যর্থ হন। মনদীপ সিংহ ১৪ রানে বোল্ড হন রবীন্দ্র জাদেজার বলে। এনগিডির বলে নিশাম আউট হন মাত্র ২ রানে। দুর্দান্ত ক্যাচ ধরেন রুতুরাজ গায়কোয়াড়। এক দিকে যখন পর পর উইকেট পড়ছে এবং ম্যাচের নিয়ন্ত্রণ চলে গিয়েছে চেন্নাইয়ের হাতে, ঠিক সেই সময়ে দীপক হুডা দুরন্ত ইনিংস খেললেন। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। চেন্নাই ব্যাটসম্যানরা খুব সহজেই রান তুলে নিল।