আকাশছোঁয়া দামে প্যাট কামিন্সকে নিয়েছে কেকেআর। সওয়া পাঁচ কোটি টাকার বিনিময়ে ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে কিনেছে নাইট-শিবির।
নিলামের পর মুম্বই ইন্ডিয়ান্সকেও দারুণ শক্তিশালী দেখাচ্ছে। মুম্বইয়ের পেসার-অলরাউন্ডার মিচেল ম্যাকক্লেনাঘান নিজেদের দলকেই সব চেয়ে শক্তিশালী বলে দাবি করেন। তাঁর দাবিকে উড়িয়ে দিয়ে এক ভক্ত পাল্টা টুইট করেন, কলকাতা নাইট রাইডার্সই সব চেয়ে শক্তিশালী দল।
ভক্তের এ হেন মন্তব্য একেবারেই পছন্দ হয়নি নিউজিল্যান্ড ক্রিকেটারের। নাইটদের সবচেয়ে শক্তিশালী বলায় মুম্বই-এর ক্রিকেটার বিস্ময় প্রকাশ করেন। নেশার ঘোরে সেই ভক্ত এ হেন মন্তব্য করেছেন কি না, এই প্রশ্নও তাঁকে করেন ম্যাকক্লেনাঘান।
কলকাতা নাইট রাইডার্স দল দেখে গৌতম গম্ভীরের মতো প্রাক্তন অধিনায়ক বলেছেন, এই দলে গভীরতা নেই। তাঁর মতে, প্যাট কামিন্স চোট পেলে তাঁর ব্যাক আপ হিসেবে রয়েছেন লকি ফার্গুসন। কিন্তু, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটার চোট পেলে তাঁদের ব্যাক আপ নেই এই কেকেআর দলে।
Come now??? What you been smoking?
— Mitchell McClenaghan (@Mitch_Savage) December 21, 2019
ম্যাকক্লেনাঘান চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই দলের সদস্য। এ বারের নিলামে মুম্বই যাঁদের দলে নিয়েছে, তাতে প্রথম একাদশ বাছাই করা খুব কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন স্বয়ং মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে। রোহিত শর্মা পর্যন্ত রসিকতা করে বলেছেন, ‘আমি নামব কোথায়?’ মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই শক্তিশালী দল। এ বারও তারা শক্তিশালী দল গড়েছে। আইপিএলের সবচেয়ে সফল দলও তারাই। নেটিজেনরা বলছেন, সফল দলের এক সদস্যের কাছে অন্য দলের গুণগান গাইলে তাঁর এইটুকু রাগ তো হতেই পারে।