গত বার মাঝপথে অধিনায়কত্বের দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছিল তাঁর থেকে। তবে দীনেশ কার্তিককে আগামী মরশুমেও দলে রেখে দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শুধু কার্তিকই নয়, গত বার যাঁরা দলে ছিলেন, তাঁদের বেশিরভাগকেই রেখে দেওয়া হয়েছে।
নিলামের আগে বুধবার মোট ছ’জন ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর। এঁদের মধ্যে রয়েছেন তিন বিদেশি। ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যান টম ব্যান্টনকে দলে রাখছে না কলকাতা। বাদ পড়লেন ইংরেজ পেসার হ্যারি গার্নেও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চুটিয়ে খেললেও কলকাতার দল থেকে বাদ পড়লেন ক্রিস গ্রিন। তিন স্বদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন সিদ্ধেশ লাড, নিখিল নায়েক এবং এম সিদ্ধার্থ।