Advertisement
২৬ এপ্রিল ২০২৪
mahendra singh dhoni

ধোনির আইপিএল ঢাকে কাঠি পড়ে গেল

ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে) প্রস্তুতি শিবির শুরু করছে ৮ বা ৯ মার্চ। বাকি ক্রিকেটাররা দু-একদিনের মধ্যেই শিবিরে যোগ দেবেন।

চেন্নাই পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। ছবি টুইটার

চেন্নাই পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ১৩:৫১
Share: Save:

চেন্নাই পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। অম্বাতি রায়ুডুও চলে গিয়েছেন দক্ষিণের শহরে। লক্ষ্য একটাই, আইপিএল। ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে) প্রস্তুতি শিবির শুরু করছে ৮ বা ৯ মার্চ। বাকি ক্রিকেটাররা দু-একদিনের মধ্যেই শিবিরে যোগ দেবেন।

সিএসকে কর্তা কাশী বিশ্বনাথ বলেন, ‘‘আমরা ঠিক করেছি ৮ বা ৯ মার্চ থেকে আমাদের শিবির শুরু করব। অধিনায়ক এম এস ধোনি ইতিমধ্যেই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছে। অম্বাতি রায়ুডুও চেন্নাইয়ে। আমাদের দলে তামিলনাড়ুর যারা, তারাও দ্রুত যোগ দেবে শিবিরে।’’

এবারের নিলামের আগে চেন্নাই ছেড়ে দিয়েছিল হরভজন সিংহ, কেদার যাদব, মুরলি বিজয় এবং পীযূষ চাওলাকে। গতবারের আইপিএলের পরেই অবসর নিয়েছিলেন চেন্নাইয়ের শেন ওয়াটসন। এবারের নিলামে চেন্নাই দলে নিয়েছে মইন আলি, কৃষ্ণাপ্পা গৌতম, চেতেশ্বর পূজারাকে।

গত আইপিএলে সিএসকে ভাল খেলতে পারেনি। আট দলের লিগে ধোনির দল সাত নম্বরে শেষ করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CSK mahendra singh dhoni IPL 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE