Advertisement
২৬ এপ্রিল ২০২৪
IPL

করোনা রিপোর্ট প্রথমে পজিটিভ,পরে নেগেটিভ,‘জগাখিচুড়ি’ জৈব বলয়, ঘোর অসন্তোষ ধোনিদের

কঠিন জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তুলে কোন করোনা পরীক্ষার ফল দলগুলো বিশ্বাস করবে সেটাই বুঝে উঠতে পারছে না তিনবারের আইপিএল জয়ী চেন্নাই।

বিসিসিআই-এর কোভিড নিতি নিয়ে বিরক্ত মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস

বিসিসিআই-এর কোভিড নিতি নিয়ে বিরক্ত মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২১ ১৯:৩৭
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনির দলের দুই সদস্য ও টিম বাসের চালক করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার বেলার দিকে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। গোটা বিষয় নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। তার আগে সোমবার সকালের দিকেই কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তীসন্দীপ ওয়ারিয়র এই ভাইরাসে আক্রান্ত হন। এর জেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম নাইটদের খেলা বাতিল হয়ে যায়। তবে বিকেল হতেই হাতে এল অন্য খবর। সেখানে বলা হচ্ছে চেন্নাইয়ের তিন জন আক্রান্তদের দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে বিসিসিআই-এর ডাক্তারদের উপর বেজায় চটেছে ধোনির সিএসকে। পাশাপাশি কঠিন জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তুলে কোন করোনা পরীক্ষার ফল দলগুলো বিশ্বাস করবে সেটাই বুঝে উঠতে পারছে না তিনবারের আইপিএল জয়ী চেন্নাই।

বোর্ডের ডাক্তারদের যুক্তি অনুসারে, “কোনও ব্যাক্তির কোভিড পরীক্ষার ফল পজিটিভ এলে তাঁকে অন্তুত ১০ দিনের নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ৪৮ ঘণ্টা আগের রিপোর্টকে মান্যতা দেওয়া হবে।” সিএসকে সিইও কাশী বিশ্বনাথন, দলের বোলিং প্রশিক্ষক লক্ষ্মীপতি বালাজি ও টিম বাসের চালকের আরটি-পিসিআর পরীক্ষার ফল পজিটিভ আসে। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ডাগ আউটেও ছিলেন বালাজি। সেই পরীক্ষা অবশ্য ৪৮ ঘণ্টা আগে করা হয়েছিল। কিন্তু এ দিন বিকেলের দিকে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল নেগেটিভ আসতেই সুরেশ রায়না-ফ্যাফ দু’প্লেসিদের শিবিরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

এই বিষয়ে চেন্নাই শিবিরের তরফ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, “পজিটিভ পরীক্ষার ফল কয়েক ঘণ্টা পরে নেগেটিভ চলে এল! করোনা নিয়ে এমনিতেই গোটা দেশ আতঙ্কে রয়েছে। মেডিক্যাল দল যদি নিজের কাজ ঠিকঠাক না করে তাহলে মানুষের মনের মধ্যে কী অবস্থা হয় বলুন তো!” তাঁর আরও মারাত্মক অভিযোগ হল, “জৈব বলয়ের মধ্যেও ভাইরাস হানা দিচ্ছে! এটা কিন্তু মারাত্মক ব্যাপার। তাহলে বুঝতে হবে এই জৈব বলয় সুরক্ষিত নয়। কারণ জৈব বলয়ের দায়িত্বে থাকা ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের তৈরি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসার্স (এসওপি) একটি বিশাল জগাখিচুড়ি।”

এর পাশাপাশি কলকাতা, নয়া দিল্লি, বেঙ্গালুরু ও মুম্বইয়ে এখনও আইপিএল-এর একাধিক ম্যাচ আয়োজিত হবে। দেশের একাধিক শহরের সঙ্গে এই চার শহরেও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেটা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ধোনির দলের এক কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE